Personality Test

গলার আকৃতি দেখেই বলে দেওয়া যাবে আপনি কেমন প্রকৃতির মানুষ, ভবিষ্যৎ কেমন হবে! খোঁজ দিলেন জ্যোতিষী

অনেকেই জানেন না যে আমাদের গলার আকৃতিও আমাদের ব্যাপারে অনেক কিছুই বলে। জেনে নিন, কোন আকৃতির গলার মানুষ কেমন প্রকৃতির হন।

Advertisement

বাক্‌সিদ্ধা গার্গী

শেষ আপডেট: ২৯ জুন ২০২৫ ১৬:৪৬
Share:

—প্রতীকী ছবি।

আমাদের শরীরের নানা অঙ্গ দেখে আমাদের ব্যক্তিত্ব ও ভবিষ্যৎ সম্বন্ধে নানা গোপন তথ্য বলে দেওয়া যেতে পারে। অনেকেই এই ধারণায় বিশ্বাস করেন না। কিন্তু যাঁরা মানেন, তাঁরা জানেন যে এর সঙ্গে তাঁদের নিজেদের কিছু না কিছু মিল রয়েছে। কপালের আকৃতি দেখে যে এক জন মানুষের সম্বন্ধে অনেক কিছু বলে দেওয়া যায় তা তো প্রায় সকলেরই জানা রয়েছে। তবে অনেকেই জানেন না যে আমাদের গলার আকৃতিও আমাদের ব্যাপারে অনেক কিছুই বলে। জেনে নিন, কোন আকৃতির গলার মানুষ কেমন প্রকৃতির হন।

Advertisement

ছোট গলা: অনেক মানুষেরই গলা সাধারণের তুলনায় একটু ছোট আকৃতির হয়। এই সকল গলার মানুষেরা অত্যন্ত ভাগ্যবান হন। জীবনে কখনও এঁদের কোনও প্রকার অভাবের মুখে পড়তে হয় না। সৌভাগ্য সর্বদা এঁদের সঙ্গেই থাকে। স্বভাবের দিক থেকেও এই সকল মানুষেরা খুব নম্র ও ভদ্র প্রকৃতির হন। যে কোনও পরিস্থিতিতে এঁরা সত্যির আশ্রয় নেওয়াই পছন্দ করেন। কঠোর পরিশ্রম করে জীবনে সফল হতেও পিছপা হন না।

লম্বা গলা: লম্বা গলার মানুষদের জীবনে অনেক পরিশ্রম করতে হয়। কোনও কাজই এঁরা সহজে অর্জন করতে পারেন না। সব ক্ষেত্রেই বাধার সম্মুখীন হতে হয়। তবে এই সকল মানুষ সরল জীবন কাটাতে ভালবাসেন। যে কোনও সিদ্ধান্ত নেওয়ার সময় এঁরা ভাবনাচিন্তা করে এগোতে পছন্দ করেন।

Advertisement

মোটা গলা: মোটা গলার ব্যক্তিরা খুব শক্তিশালী হন। এ ছাড়াও, এই সকল ব্যক্তিরা যে কোনও কাজ অত্যন্ত দৃঢ়তার সঙ্গে করে থাকেন। এঁরা সব সময় সত্যি কথা বলেন। এঁদের জীবনে ভালবাসার অভাব হয় না। এঁরা অন্যদের সাহায্য করতে খুব ভালবাসেন এবং কর্মজীবনেও এঁরা সফলতা অর্জন করতে পারেন।

সরু গলা: সরু গলার লোকেদের জীবনে কখনও অভাবের সম্মুখীন হতে হয় না। এঁরা জীবনে প্রচুর অর্থ উপার্জন করে থাকেন। এঁরা মন থেকে যেটা চান, সেটা যে কোনও মতে অর্জন করেই ছাড়েন। স্বভাবের দিক থেকে এঁরা একটু জেদি প্রকৃতির হয়ে থাকেন। তবে সহজে ধৈর্য হারান না।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement