—প্রতীকী ছবি।
হাতের তালুর সঙ্গে টাকার সম্পর্ক রয়েছে। সেটা আমরা অনেকেই জানি। হাতের তালু চুলকোলে টাকা আসে বা যায় বলে মনে করা হয়। কিন্তু পায়ের পাতা চুলকালে কী হয়? কখনও ভেবে দেখেছেন? আমাদের অনেকের মনেই হয়তো এই প্রশ্নটা উঁকি মারে। কিন্তু এর উত্তর অনেকেরই জানা নেই। শরীরের কোনও অংশে চুলকুনি হওয়া অস্বাভাবিক কিছু নয়। কিন্তু কোনও কারণ ছাড়া হঠাৎ পায়ের তলা চুলকোনো ভবিষ্যতের কোনও বার্তা নিয়ে আসতে পারে। হাতের তালু চুলকোনোর ব্যাখ্যা যেমন জ্যোতিষশাস্ত্রে দেওয়া রয়েছে, তেমনই পায়ের পাতা চুলকানোর নেপথ্যে থাকা কারণ সম্বন্ধেও জ্যোতিষশাস্ত্রে নানা কথা বলা রয়েছে। জেনে নিন সেগুলি কী কী।
পায়ের পাতা চুলকোনোর কারণগুলি কী কী?
ডান পা: ডান পায়ের পাতা বা ডান পা হঠাৎ চুলকোলে ভয় পাওয়ার কোনও কারণ নেই। এটি একটি শুভ লক্ষণ। এর অর্থ হল আপনি শীঘ্রই কোনও শুভ যাত্রার শরিক হতে চলেছেন। এই সফর ঘিরে আপনার যা পরিকল্পনা রয়েছে, সেগুলি সব সফল হবে। কোনও বাধা আসবে না। সানন্দে ঘুরে আসতে পারবেন। এই যাত্রা ঘিরে যদি আপনার কোনও কাজ হওয়ার থাকে, তা হলে সেই কাজও মিটে যাবে। ভ্রমণে গিয়ে অর্থলাভও হতে পারে।
বাঁ পা: বাঁ পা হঠাৎ চুলকোলে বুঝতে হবে কোনও বিপদ ঘটতে চলেছে। এটি আসন্ন কোনও বিপদের ইঙ্গিত দেয়। বাঁ পায়ের পাতা চুলকোলে সতর্ক হতে হবে। কোথাও ঘুরতে যাওয়ার আগে যদি বাঁ পায়ের পাতা চুলকোয় তা হলে অবিলম্বে যাত্রা বন্ধ করতে হবে। নচেৎ যাত্রাপথে কোনও বিপদ ঘটলেও ঘটতে পারে।