—প্রতীকী ছবি।
অপরের অধীনে চাকরি সকলের দ্বারা হয় না। তাঁদের মতাদর্শ মেনে চলা, অপরের বেঁধে দেওয়া নিয়মের গণ্ডিতে কাজ করা প্রভৃতি বিষয়ে খাপ খাওয়াতে সমস্যা অনেকেরই হয়। বহু মানুষেরই স্বপ্ন থাকে কোনও স্টার্টআপ শুরু করার। কিন্তু সাহস করে এগিয়ে যেতে পারেন না। অনেক ক্ষেত্রে আবার ঝুঁকি নিয়েও বিফল হতে হয়। মনের মতো সফলতা পান না। ফলত লাভের বদলে লোকসানের ভার বয়ে বেড়াতে হয়। কিন্তু কিছু রাশির ব্যক্তিরা সাহস করে স্টার্টআপের উদ্দেশ্যে এগিয়ে গেলেই সফল হন। অপরের অধীনে চাকরি করে এঁরা বিশেষ সফল হতে পারেন না। বদলে উদ্যোগপতি হয়ে প্রচুর নাম করতে পারেন এই সকল রাশির জাতক-জাতিকারা। তালিকায় কারা রয়েছে দেখে নিন।
কোন রাশির জাতক-জাতিকারা উদ্যোগপতি হিসাবে নাম করেন?
মেষ: মেষ জাতক-জাতিকাদের মধ্যে কম বয়স থেকে লক্ষ্য পূরণের তাগিদ দেখা যায়। এঁরা কঠোর পরিশ্রম করতে ভয় পান না। তবে নিজের ছন্দে কাজ করতেই বেশি স্বাচ্ছন্দ্যবোধ করেন। তাই নিজে উদ্যোগ নিয়ে কোনও কাজ শুরু করলে এঁরা অধিক সফলতা লাভ করেন। উদ্যোগপতি হিসাবে মেষ জাতক-জাতিকারা বিপুল সফলতা লাভের সুযোগ পান।
বৃষ: উদ্যোগপতি হিসাবে সফল হন বৃষ জাতক-জাতিকারা। বিশেষ করে আর্থিক সংস্থা, রিয়্যাল এস্টেট, বিলাসবহুল দ্রব্য, খাদ্যপণ্য প্রভৃতি সংক্রান্ত স্টার্টআপে এঁরা প্রভূত উন্নতি লাভ করতে পারেন। তবে পরিবর্তনের সঙ্গে খাপ খাইয়ে নেওয়া শিখতে হবে বৃষ জাতক-জাতিকাদের। না হলে এঁরা প্রচুর পরিশ্রম করেও নিজেদের মেলে ধরতে পারবেন না। খাটনি বিফলে যাবে।
সিংহ: অপরের অধীনে কাজ করা নয়, নেতৃত্বদানই সিংহ জাতক-জাতিকাদের জন্য উপযুক্ত। উদ্যোগপতি হিসাবে এঁরা প্রচুর খ্যাতি অর্জন করতে পারেন। কেবল সাহস ও ঝুঁকি নিয়ে এগিয়ে যেতে হবে। মাথা ঠান্ডা রেখে সমস্ত কিছুর পর্যালোচনা করতে পারলে সিংহ জাতক-জাতিকাদের কেউ দমাতে পারবেন না। আত্মবিশ্বাসের কারণেই নেতৃত্বদানের ক্ষমতা এঁদের সফলতার শীর্ষে নিয়ে যাবে।
কন্যা: নিখুঁত প্রেমী কন্যা জাতক-জাতিকারা উদ্যোগপতি হিসাবে প্রচুর নাম করেন। কনসাল্টিং সংস্থা বা স্বাস্থ্য বিষয়ক স্টার্টআপ এঁদের জন্য উপযুক্ত বলে মনে করা হচ্ছে। তবে সব কাজ নিখুঁত ভাবে করার ইচ্ছা রেখে চললেও, সে সব নিয়ে দুশ্চিন্তা করার প্রবণতা এঁদের কমাতে হবে। নাহলে নিজেদের অগ্রগতির পথে এঁরা নিজেরাই বাধা হয়ে উঠবেন। সফলতার থেকে দূরে সরে যাবেন।
বৃশ্চিক: সঠিক ছন্দে চিন্তা করা বৃশ্চিক জাতক-জাতিকাদের থেকে শেখা উচিত। এঁরা পিছিয়ে পড়া ব্যবসাকেও নিজেদের পরিকল্পনার দ্বারা অগ্রগতির পথে ফিরিয়ে আনতে পারেন। অন্যের অধীনে কাজ করে নিজেদের এই প্রতিভা নষ্ট না করে, বৃশ্চিক জাতক-জাতিকাদের নিজের স্টার্টআপ চালু করাই বুদ্ধিমানের কাজ হবে। নতুন নতুন জিনিস শেখার তাগিদ এঁদের সফলতার পথে এগিয়ে নিয়ে যায়।
মকর: শনির রাশি মকর স্বাধীনচেতা প্রকৃতির হন। এঁরা নিজের বানানো নিয়মের বেড়াজালে থেকে কাজ করতেই পছন্দ করেন। তাই অপরের অধীনে না থেকে, নিজের কিছু শুরু করাই এঁদের জন্য বেশি ভাল হয়। মকর জাতক-জাতিকারা অত্যন্ত পরাক্রমী ও পরিশ্রমী হন। তাই সফলতা পেতে এঁদের বিশেষ কষ্ট করতে হয় না। নিজের মতাদর্শ মেনে কাজ করলেই এঁরা প্রভূত উন্নতি করতে পারেন।