Numerology Prediction

ভালর ভাল খারাপের যম, এমনিতে লক্ষ্মীমন্ত, কষ্ট পেলেই হয়ে যান ভয়াল! তিন জন্মসংখ্যার ব্যক্তিদের চটানো থেকে সাবধান

সংখ্যাতত্ত্বের সব বিচারই জন্মতারিখের নিরিখে করা হয়। সেই অনুযায়ী বলা হচ্ছে, বিশেষ কিছু জন্মসংখ্যার ব্যক্তিরা এমনিতে খুবই নম্র স্বভাবের হন। কিন্তু তাঁদের মনে লুকিয়ে থাকে হিংস্রতা।

Advertisement

বাক্‌সিদ্ধা গার্গী

শেষ আপডেট: ২৪ জানুয়ারি ২০২৬ ১৩:৪০
Share:

ছবি: (এআই সহায়তায় প্রণীত)।

জন্মতারিখ অপরিবর্তনশীল। এক জন মানুষ তাঁর বহু জিনিসই পরিবর্তন করতে পারলেও, জন্মতারিখ কখনওই পরিবর্তন করতে পারবেন না। সেই কারণে জ্যোতিষশাস্ত্রে জন্মতারিখের নিরিখে নানা জিনিসের বিচার করা হয়। কারণ সেই ফল প্রায় নির্ভুলই হয় বলা চলে। জ্যোতিষশাস্ত্রের এক অতি গুরুত্বপূর্ণ বিষয় হল সংখ্যাতত্ত্ব। সংখ্যাতত্ত্বের সব বিচারই জন্মতারিখের নিরিখে করা হয়। সেই অনুযায়ী বলা হচ্ছে, বিশেষ কিছু জন্মসংখ্যার ব্যক্তিরা এমনিতে খুবই নম্র স্বভাবের হন। কিন্তু তাঁদের মনে লুকিয়ে থাকে হিংস্রতা। যদিও কোনও কারণ ছাড়া এঁরা কারও সঙ্গে খারাপ ব্যবহার করেন না। কিন্তু এক বার যদি কারও কোনও কাজে বা কথায় কষ্ট পান বা রেগে যান, তা হলে এঁরা আক্রমণাত্মক হয়ে ওঠেন। তালিকায় কারা রয়েছেন দেখে নিন।

Advertisement

১: ১ জন্মসংখ্যার জাতক-জাতিকাদের উপর সূর্যের প্রভাব থাকে। এঁদের রাগও সূর্যের মতোই তীব্র হয়। এমনিতে ১ জন্মসংখ্যার ব্যক্তিরা কারও সঙ্গে খারাপ আচরণ করেন না। উল্টে যে কোনও দরকারে অপরের পাশে দাঁড়ান, নিজের সাধ্যমতো সাহায্য করার চেষ্টা করেন। কিন্তু এক বার রেগে গেলে এঁদের সামলানো মুশকিল হয়ে যায়। সাধারণত ১ জন্মসংখ্যার ব্যক্তিদের সঙ্গে খারাপ কিছু করলে বা আত্মবিশ্বাসে আঘাত করলে এঁদের রোষের মুখে পড়তে হয়। রাগ প্রকাশ না করলেও মনে মনে অপর ব্যক্তির খারাপ করার ফন্দি এঁটে চলেন এঁরা।

২: ২ জন্মসংখ্যার জাতক-জাতিকারা শান্তশিষ্ট হন। এঁদের উপর চাঁদের প্রভাব থাকে। তাই স্বভাবগত ভাবে এঁরা অত্যন্ত আবেগি ও সংবেদনশীল হয়ে থাকেন। সব সময় সকলের সাহায্য করবার জন্য মুখিয়ে থাকেন ২ জন্মসংখ্যার ব্যক্তিরা। তবে এঁদের আবেগে এক বার আঘাত করলেই ঘনায় বিপদ। তখন এঁরা উক্ত মানুষের থেকে মুখ ফিরিয়ে নেন। তাঁদের প্রতি ২ জন্মসংখ্যার জাতক-জাতিকাদের মনে খারাপ অনুভূতি জন্ম নেয়। প্রতিশোধ নেওয়ার জন্য উঠেপড়ে লাগেন এঁরা।

Advertisement

৯: মঙ্গলের প্রভাব থাকে ৯ জন্মসংখ্যার জাতক-জাতিকাদের উপর। মঙ্গল অগ্নিকারক গ্রহ হওয়ায় ৯ জন্মসংখ্যার জাতক-জাতিকাদের রাগও একটু বেশি হয়। তা বলে অযথা কারও উপর মেজাজ গরম করার স্বভাব এঁদের নেই। সাধারণত এঁরা মিতভাষী হন। এঁদের মন খুব ভাল হয়। কাউকে নিয়ে সমালোচনা করা এঁদের দ্বারা ঘটে না। কিন্তু অপর ব্যক্তি যদি এঁদের সঙ্গে খারাপ ব্যবহার করেন বা এঁদের ক্ষতি করার চেষ্টা করেন, তা হলে এঁদের রাগের পরিমাণ ঠিক কতটা ভয়ঙ্কর সেটা প্রকাশ পায়। উক্ত ব্যক্তির প্রতি এঁদের মনে প্রতিশোধের আগুন জ্বলতে শুরু করে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement