শনি গ্রহের প্রকোপ থেকে বাঁচতে কি করণীয়?

গোচর বা জন্মকুণ্ডলীতে যদি শনি গ্রহ অনিষ্টকারক হয়ে থাকে তবে, গ্রহদোষ নিবারণের জন্য নীচের প্রয়োগগুলি যদি নিষ্ঠাপূর্বক বিধি মেনে অন্ততপক্ষে দুই/তিন মাস ধরে নিয়মিত করা যায় তবে সুফল লাভ করা যায়।

Advertisement

পার্থপ্রতিম আচার্য

শেষ আপডেট: ২৩ নভেম্বর ২০১৮ ০১:৪০
Share:

গোচর বা জন্মকুণ্ডলীতে যদি শনি গ্রহ অনিষ্টকারক হয়ে থাকে তবে, গ্রহদোষ নিবারণের জন্য নীচের প্রয়োগগুলি যদি নিষ্ঠাপূর্বক বিধি মেনে অন্ততপক্ষে দুই/তিন মাস ধরে নিয়মিত করা যায় তবে সুফল লাভ করা যায়।

Advertisement

এখন বিধিগুলি দেখে নেওয়া যাক-

১। ভৈরব উপাসনা করতে হবে। শনিবার ব্রত রাখতে হবে।

Advertisement

২। সাপকে দুধ খাওয়াতে হবে। তেল ও মদ গাছের শিকড়ে ঢালতে হবে।

৩। লোহা, কালো কম্বল, কলাই ইত্যাদি দান করতে হবে।

৪। তেলে ভাজা, রুটি, কালো কুকুরকে বা কাককে খাওয়াতে হবে।

৫। নিমের দাঁতন করতে হবে। শনিবার তেল দান করে হবে।

৬। রূপার আংটিতে নীলা লাগিয়ে মধ্যমায় পরতে হবে।

আরও পড়ুন: আপনার স্বাস্থ্য কেমন যাবে, বলে দেবে জ্যোতিষ

৭। কালো ঘোড়ার নালের টুকড়ো মধ্যমায় সর্বদা ধারণীয়।

মন্ত্রঃ- ওঁ ঐং হ্রীং শ্রীং শনৈশ্চরায়। জপ ১০ হাজার বার।

গায়ত্রীঃ- ওঁ সূর্যপুত্রায় বিদ্মহে মৃত্যুরূপায় ধীমহিঃ তন্নঃ সৌরিঃ প্রচোদয়াৎ।

প্রনামঃ- ওঁ নীলাঞ্জন সমাভাসাং রবিপুত্রং যমাগ্রজম্। ছায়ায় গর্ভসম্ভুতং তং নমামি শনৈশ্চরম।

ইষ্টদেবতা - দক্ষিণাকালিকা।

ধারণরত্ন – নীলা।

ধূপ – কৃষ্ণঅগুরু। বার – শনিবার।

প্রশস্ত সময় – সন্ধ্যাবেলা।

বিঃ দ্রঃ- উপযুক্ত ব্যক্তির মাধ্যমে বিচার পূর্বক, বিধিগুলি পালন করলে গ্রহের রোষের হাত থেকে মুক্তি পাওয়া সম্ভব।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন