সকালবেলা ঘুম থেকে উঠেই এই কাজগুলি করলে জীবনে দুর্ভাগ্য নেমে আসতে পারে

সকালবেলা হল দিনের শুরু। যা খুব গুরুত্বপূর্ণ সময়। সারাদিনের ক্লান্তি দূর করার পর নতুন করে লড়াইয়ের প্রস্তুতি নেওয়া হয় এই সকালবেলা। সকাল যতটা মধুর হবে সারাদিনটা ততটাই ভাল কাটবে।

Advertisement

শ্রীমতী অপালা

শেষ আপডেট: ১৬ মে ২০১৯ ০০:০০
Share:

সকালবেলা হল দিনের শুরু। যা খুব গুরুত্বপূর্ণ সময়। সারাদিনের ক্লান্তি দূর করার পর নতুন করে লড়াইয়ের প্রস্তুতি নেওয়া হয় এই সকালবেলা। সকাল যতটা মধুর হবে সারাদিনটা ততটাই ভাল কাটবে।

Advertisement

বাস্তুশাস্ত্র মতে দৈনন্দিন জীবনে আমাদের বাসস্থান বা আমাদের আসবাবপত্র থেকে অনেক সুফল ও কুফল পাওয়া যায়। আমাদের অজান্তেই আমরা এমন কিছু করে থাকি যা আমাদের জীবনের ওপর কুপ্রভাব ফেলে। আমাদের অভ্যাসের ওপরে ভিত্তি করেই জীবনে সুখ ও দুঃখ নেমে আসে।

দেখে নিই সকালে ঘুম থেকে উঠে কী দেখা উচিত নয়-

Advertisement

১) সকালে ঘুম থেকে উঠে হিংসাত্মক বা কোনও নেগেটিভ চিন্তা মূলক ছবি দেখা উচিত নয়। এতে জীবনে দুর্ভাগ্য নেমে আসতে পারে।

২) অনেকের অভ্যাস আছে, সকালে উঠে নিজের মুখ আয়নায় দেখা। এটা করা একদমই উচিত নয়। কারণ আমরা রাতে যখন ঘুমতে যাই, তখন আমাদের চারপাশে অনেক নেগেটিভ এনার্জি ঘুরে বেরায়। তাই রাতে আমরা খারাপ স্বপ্ন দেখি। সকালে আয়না দেখলে সেই চিন্তা ভাবনাগুলো নিজের দিকে প্রতিবিম্বিত হবে। এই কারণেই বাস্তুমতে বিছানার সোজাসুজি আয়না রাখতে নেই।

আরও পড়ুন: হাতের এই সাফল্য রেখাই বলে দেবে আপনি জীবনে কতটা সফল হবেন (তৃতীয় অংশ)

৩) সকালবেলা ঝাঁটা এবং খালি কলসি বা বালতি, অর্থাৎ খালি জলের পাত্র দেখতে নেই। এটা জীবনে দুর্ভাগ্য বয়ে আনে।

৪) সকালবেলা বিছানার মধ্যে চা খাওয়ার অভ্যাসও আপনার দিন খারাপ করার জন্য যথেষ্ট।

৫) অনেকেরই অভ্যাস, সকালে উঠে অন্যকে শুভ সকাল জানানোর জন্য মোবাইল দেখা, যা একদমই দেখা ভাল নয়। কারণ মোবাইলে পজিটিভ ছবির সঙ্গে নেগেটিভ অনেক ছবিও থাকে যা দেখলে আপনার সারা দিনটা খারাপ ভাবে কাটার আশঙ্কা থাকে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন