Dhanteras 2025

ধনতেরসে লাখ টাকা দিয়ে সোনা-রুপো কিনতে হবে না, নামমাত্র মূল্যের এই জিনিসটি কিনলেই ঘটবে ‘ম্যাজিক’

যাঁদের ধনতেরসে সোনা বা রুপো কেনার আর্থিক সঙ্গতি হবে না তাঁরা এই কম দামি জিনিসটি কিনলে একই ফল পাবেন। দেবতার আশীর্বাদ ও পুণ্যফল মিলবে তাতেও।

Advertisement

বাক্‌সিদ্ধা গার্গী

শেষ আপডেট: ১৭ অক্টোবর ২০২৫ ১৩:৪৫
Share:

ছবি: (এআই সহায়তায় প্রণীত)।

দীপাবলি উৎসব উদ্‌যাপনের আগে আসে ধনত্রয়োদশী বা ধনতেরস। লক্ষ্মী ও কুবেরকে সন্তুষ্ট রাখতে ও ভাগ্যের উন্নতির জন্য বিশেষ এই তিথিতে পুজো করে থাকেন হিন্দুরা। শাস্ত্রমতে এই দিনটি কেনাকাটার জন্য শুভ যোগ নিয়ে আসে। ধনতেরসে সোনা-রুপো কেনা শুভ বলে মনে করা হয়। লাগামছাড়া দামের কারণে অনেকেরই এই দুই ধাতু কেনার সামর্থ্য নেই। শুধু দামি ধাতু কিনে নয়, সামান্য দামেই একটি জিনিস কিনলে মা লক্ষ্মীর কৃপা থেকে বঞ্চিত হবেন না ভক্তেরা।

Advertisement

এই বছর ধনতেরসের উৎসব পালিত হবে ১৮ অক্টোবর। এই দিনে সোনা, রুপো, গয়না, যানবাহন, সম্পত্তি কেনা অত্যন্ত শুভ বলে মনে করা হয়। জ্যোতিষশাস্ত্র বলছে, সোনা-রুপো না কিনলেও এক বিশেষ ‘মশলা’ কিনলেও তফাত হবে না সিদ্ধিলাভে। দেবতার আশীর্বাদ ও পুণ্যফল মিলবে তাতেও। দামও একেবারে নগণ্য। আসুন জেনে নেওয়া যাক কী সেই বিশেষ দ্রব্যটি।

যাঁদের ধনতেরসে সোনা বা রুপো কেনার আর্থিক সঙ্গতি হবে না তাঁরা ধনে বীজ (ধনেপাতা বীজ) কিনতে পারেন। এই দিনে ধনে বীজ কেনাও সোনা-রূপা কেনার সমতুল্য বলে মনে করা হয়। এই বীজও সমান ফলদায়ক। তাই ধনতেরসের সন্ধ্যায় ধনে বীজ কিনতে পারেন। এই মশলার বীজটি বুধ গ্রহের সঙ্গে সম্পর্কিত। ব্যবসা ও অর্থনৈতিক সমৃদ্ধি ঘটবে। সেই বীজ থেকে যদি সবুজ চারাগাছ জন্মায় তবে ধরে নিতে পারেন সম্পদ ফুলেফেঁপে উঠতে চলেছে। সংসারে সমৃদ্ধি উপচে পড়বে। যত বেশি ধনে অঙ্কুরিত হবে, তত বেশি লক্ষ্মীর কৃপা বর্ষিত হবে। এ ছাড়াও ধনতেরসের দিন গুড়ের বাতাসা, গাঁট হলুদ, কড়ি, জায়ফল, হরিতকি, সুপুরি, ধান এই কয়েকটা জিনিস কেনা অত্যন্ত শুভ।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement