ছবি: (এআই সহায়তায় প্রণীত)।
ভূত চতুর্দশী সম্পর্কে বিভিন্ন মতামত আছে। সব ক্ষেত্রেই অশুভ শক্তির মর্তলোকে আগমনের উল্লেখ পাওয়া যায়। কেউ বলেন এই তিথিতে দৈত্যরাজ বলি পৃথিবীতে পুজো নিতে আসেন। সঙ্গে করে নিয়ে আসেন সহস্র ভূত এবং প্রেতাত্মাদের। অন্য মতে, এই দিন দেবী কালী চামুণ্ডা রূপে ভক্তের বাড়িতে আসেন অশুভ শক্তি নাশ করতে। তাঁর সঙ্গে আসে ভূত এবং প্রেতাত্মা। কারও মতে, পূর্বপুরুষদের আত্মা এই তিথিতে মর্তলোকে আসেন। সকল মতেই অশুভ শক্তির আগমনের ইঙ্গিত পাওয়া যায়। এই অশুভ শক্তির থেকে মুক্তির উদ্দেশ্যেই এই দিন চোদ্দ প্রদীপ জ্বালানো হয়। চোদ্দ প্রদীপের আলো সংসারে নেতিবাচক শক্তির অবসান ঘটায়। এই তিথিতে চোদ্দ প্রদীপ জ্বালানোর সঙ্গে চোদ্দ প্রকার শাক খাওয়ার প্রচলন রয়েছে।
এই বছর ভূত চতুর্দশী কবে পড়েছে?
বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা অনুসারে:
চতুর্দশী আরম্ভ–
বাংলা– ২ কার্তিক, রবিবার।
ইংরেজি– ১৯ অক্টোবর, রবিবার।
সময়– দুপুর ১টা ৫৩ মিনিট।
চতুর্দশী শেষ–
বাংলা– ৩ কার্তিক, সোমবার।
ইংরেজি– ২০ অক্টোবর, সোমবার।
সময়– দুপুর ৩টে ৪৫ মিনিট।
গুপ্তপ্রেস পঞ্জিকা অনুসারে:
চতুর্দশী আরম্ভ–
বাংলা– ১ কার্তিক, রবিবার।
ইংরেজি– ১৯ অক্টোবর, রবিবার।
সময়– দুপুর ১টা ৫২ মিনিট ৪০ সেকেন্ড।
চতুর্দশী শেষ–
বাংলা– ২ কার্তিক, সোমবার।
ইংরেজি– ২০ অক্টোবর, সোমবার।
সময়– দুপুর ২টো ৫৫ মিনিট ৫৫ সেকেন্ড।