আপনি কী ভাবছেন, বলে দেওয়া যাবে এই অঙ্ক কষে! (দ্বিতীয় অংশ)

এই পর্বে আমরা দেখব, যোগফল ১৬ থেকে ২৯ হলে কী হয়।

Advertisement

অসীম  সরকার

শেষ আপডেট: ০৯ অক্টোবর ২০১৮ ০০:০০
Share:

আগের পর্বে আমরা দেখেছিলাম, কেউ ৯ সংখ্যার অঙ্ক ভাবলে আর তার যোগফল+৩ যদি ১ থেকে ১৫ হয়, তা হলে তিনি কী ভাবছেন তা কী ভাবে বলা সম্ভব। এই পর্বে আমরা দেখব, যোগফল ১৬ থেকে ২৯ হলে কী হয়।

Advertisement

(১৬) একটা সুখী বা ভাল জোট, স্ত্রী বা কারও স্ত্রী, একটা ভাল বোঝাপড়া বা ভাল কোনও চুক্তি।

(১৭) ভৃত্য সম্পর্কিত কিছু, বা কাছাকাছি কিছু, কোনও সমস্যা, বা কোনও রোগ-ব্যাধির কথা ভাবছেন।

Advertisement

(১৮) খুব সুখকর কোনও ভ্রমণ, সোনা সম্পর্কিত কোনও কিছু, প্রেম, ঘর সংক্রান্ত কিছু, কোনও আনন্দের কিছু, ভাইয়ের সম্বন্ধে কিছু, অথবা সেই খবর যা তুমি চাইছিলে।

(১৯) কোনও কিছু বা কোনও ঘটনা যা থেকে আপনার সংযত হওয়া প্রয়োজন, কোনও কিছু আটকে রাখা, বন্দি কোনও কিছু, বিচ্ছিন্ন হয়ে থাকা, কোনও অল্প বয়স্ক বালক/বালিকা।

(২০) ভ্রমণ বা চিঠি, এমন কোনও কিছু যা বয়ে আনা হয়েছিল, কারও সঙ্গে যোগাযোগ বা কোনও রাস্তা।

(২১) লাভ সংক্রান্ত কিছু, অর্থ সংক্রান্ত কিছু, কোনও কিছু অধিকারে আনা, এমন কিছু যা হয় সাদা বা রুপোলি রঙের।

(২২) কোনও একটি অসুখী দাম্পত্য, আপনার কোনও অসুস্থ সঙ্গী, একটা অশুভ চুক্তি, বাধা বা সমস্যাবহুল কোনও বিষয়, একটি প্রতিযোগিতা বা শত্রুতা।

(২৩) ভাল ভাবে বাঁচার চিন্তা, দামি জামা কাপড়, প্রচুর খাবারদাবার, ভরসা করার মতো চাকর, সুস্বাস্থ্য, আরামদায়ক কোনও অবস্থা।

(২৪) অনিশ্চিত অবস্থা, পারিবারিক ঝামেলা, ছেলেমেয়েদের নিয়ে কিছু, খারাপ কোনও অভিযান, অবৈধ প্রেম সংক্রান্ত কিছু।

(২৫) অনেক লাভের ব্যাপার, প্রচুর অর্থ বা সম্পদ, সোনা, চকচক করছে বা ঝিকমিক করছে এমন কিছু।

(২৬) শান্তিপূর্ণভাবে অধিকারে আসা বা থাকা, ভাল সম্পত্তি, বাড়ি, কোনও সমতল ভূমি, ভিত।

(২৭) চার দিক থেকে ঘেরা, কোনও ঘর, নৌকা করে ছোটখাটো ভ্রমণ, ভাই বা আত্মীয়স্বজন বা পরিচিত কেউ, কোনও চিঠি, একটি বার্তা।

(২৮) তোমার নিজের কোন কল্পনা, সাদা লিনেন, একটা বাটি বা রৌপ্য নির্মিত পাত্র,অমাবস্যা।

(২৯) অসুস্থ বা পীড়িত শরীর।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন