Ambubachi

Ambubachi 2022: বুধবার থেকে অম্বুবাচী প্রবৃত্তি, জেনে নিন নির্ঘণ্ট

শাস্ত্রমতে অম্বুবাচীর তিন দিন সব ধরনের মাঙ্গলিক এবং শুভ কর্ম যেমন বিবাহ, উপনয়ন, অন্নপ্রাশন, গৃহপ্রবেশ, গৃহ আরম্ভ ইত্যাদি থেকে বিরত থাকা উচিত।

Advertisement

সুপ্রিয় মিত্র

শেষ আপডেট: ২১ জুন ২০২২ ০৮:২৫
Share:

ফাইল চিত্র।

অম্বুবাচী শব্দের অর্থ জল বৃদ্ধি। সূর্যদেব আদ্রা নক্ষত্রে গমন করলে বর্ষাকাল শুরু হয়। সূর্যদেব আদ্রা নক্ষত্রের প্রথম পদে অবস্থান কালে অর্থাৎ রাশিচক্রের মিথুন রাশির ৬ ডিগ্রি ৪০ মিনিট থেকে ১০ ডিগ্রি পর্যন্ত (অর্থাৎ ৩ ডিগ্রি ২০ মিনিট) সময়কালে ধরিত্রী ঋতুমতী হন। ধরিত্রী-মা সিক্ত এবং উর্বরা হয়ে ওঠেন। শাস্ত্রমতে এই সময়কাল অম্বুবাচী।

Advertisement

শাস্ত্রমতে অম্বুবাচীর তিন দিন সব ধরনের মাঙ্গলিক এবং শুভ কর্ম যেমন বিবাহ, উপনয়ন, অন্নপ্রাশন, গৃহপ্রবেশ, গৃহ আরম্ভ ইত্যাদি থেকে বিরত থাকা উচিত। কৃষি সংক্রান্ত কোনও কাজ এই সময় করা হয় না। চতুর্থ দিন থেকে কোনও বাধা থাকে না। কামাক্ষ্যা মন্দিরে (সতীপীঠের অন্যতম এক পীঠ) এই তিথিতে বিশেষ উৎসব পালন করা হয়। আগামী ৭ আষাঢ়, ২২ জুন, বুধবার অম্বুবাচী প্রবৃত্তি।

বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা অনুসারে–

Advertisement

অম্বুবাচী প্রবৃত্তি (শুরু)–

বাংলা– ৭ আষাঢ়, বুধবার।

ইংরেজি– ২২ জুন, বুধবার।

সময়– সকাল ১১টা ৪৪ মিনিট।

অম্বুবাচী নিবৃত্তি (শেষ)–

বাংলা– ১০ আষাঢ়, শনিবার।

ইংরেজি– ২৫ জুন, শনিবার।

সময়– রাত ১১টা ৩৪ মিনিট।

গুপ্তপ্রেস পঞ্জিকা মতে–

অম্বুবাচী প্রবৃত্তি (শুরু)–

বাংলা– ৭ আষাঢ়, বুধবার।

ইংরেজি– ২২ জুন, বুধবার।

সময়– রাত ৮টা ১৮ মিনিট ১৩ সেকেন্ড।

অম্বুবাচী নিবৃত্তি (শেষ)–

বাংলা– ১১ আষাঢ়, রবিবার।

ইংরেজি– ২৬ জুন, রবিবার।

সময়– ৮টা ৪১ মিনিট ৫১ সেকেন্ড।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন