Basanti Puja

শ্রী শ্রী বাসন্তীদুর্গা পূজার সময়সূচি ও নির্ঘণ্ট

অশুভ শক্তির বিনাশের জন্য কালে কালে বহু মানুষ আদ্যাশক্তির আরাধনা করেছেন। রামায়ণ অনুসারে শ্রী রামচন্দ্র শরৎকালে অশুভ শক্তির বিনাশের উদ্দেশ্যে দেবীর আরাধনা করেন।

Advertisement

সুপ্রিয় মিত্র

কলকাতা শেষ আপডেট: ১৬ এপ্রিল ২০২১ ০৭:৩৯
Share:

বসন্ত বা শরৎ যাই হোক আরাধনা দেবী দুর্গারই।

অশুভ শক্তির বিনাশের জন্য কালে কালে বহু মানুষ আদ্যাশক্তির আরাধনা করেছেন। রামায়ণ অনুসারে শ্রী রামচন্দ্র শরৎকালে অশুভ শক্তির বিনাশের উদ্দেশ্যে দেবীর আরাধনা করেন। পুরাণ অনুযায়ী চন্দ্র বংশীয় রাজা সুরথ বসন্ত কালে দেবীর আরাধনা করেন।

Advertisement

বসন্ত বা শরৎ যাই হোক আরাধনা দেবী দুর্গারই। শারদীয়া অকাল বোধন যেমন দেবী দুর্গা পূজা, বসন্তের দুর্গা পূজা তেমনই বাসন্তী পূজা, দেবী দুর্গারই আরাধনা। কালের পার্থক্যে সামান্য কিছু রীতির তারতম্য হলেও উভয় পূজারই মূল রীতি একই।

বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা অনুসারে:

Advertisement

পঞ্চমী তিথি আরম্ভ:

বাংলা– ২ বৈশাখ শুক্রবার।

ইংরেজি– ১৬ এপ্রিল শুক্রবার।

সময়– সন্ধ্যা ৬টা ৭ মিনিট।

পঞ্চমী তিথি শেষ:

বাংলা– ৩ বৈশাখ শনিবার।

ইংরেজি– ১৭ এপ্রিল শনিবার।

সময়– রাত ৮টা ৩৩ মিনিট।

ষষ্ঠী তিথি আরম্ভ:

বাংলা– ৩ বৈশাখ শনিবার।

ইংরেজি– ১৭ এপ্রিল শনিবার।

সময়– রাত ৮টা ৩৪ মিনিট।

ষষ্ঠী তিথি শেষ:

বাংলা– ৪ বৈশাখ রবিবার।

ইংরেজি– ১৮ এপ্রিল রবিবার।

সময়– রাত ১০টা ৩৫ মিনিট।

সপ্তমী তিথি আরম্ভ:

বাংলা– ৪ বৈশাখ রবিবার।

ইংরেজি– ১৮ এপ্রিল রবিবার।

সময়– রাত ১০টা ৩৬ মিনিট।

সপ্তমী তিথি শেষ:

বাংলা– ৫ বৈশাখ সোমবার।

ইংরেজি– ১৯ এপ্রিল সোমবার।

সময়– রাত ১২টা ০২ মিনিট।

অষ্টমী তিথি আরম্ভ:

বাংলা– ৫ বৈশাখ সোমবার।

ইংরেজি– ১৯ এপ্রিল সোমবার।

সময়– রাত ১২টা ৩ মিনিট।

অষ্টমী তিথি শেষ:

বাংলা– ৬ বৈশাখ মঙ্গলবার।

ইংরেজি– ২০ এপ্রিল মঙ্গলবার।

সময়– রাত ১২টা ৪৪ মিনিট।

সন্ধি পূজা:

রাত ১২টা ২০ গতে সন্ধি পূজা আরম্ভ। রাত ০১টা ০৮-এর মধ্যে সন্ধিপূজা সমাপন। রাত ১২টা ৪৪ গতে বলিদান।

নবমী তিথি আরম্ভ:

বাংলা– ৬ বৈশাখ মঙ্গলবার।

ইংরেজি– ২০ এপ্রিল মঙ্গলবার।

সময়– রাত পৌনে ১টা।

নবমী তিথি শেষ:

বাংলা– ৭ বৈশাখ বুধবার।

ইংরেজি– ২১ এপ্রিল বুধবার।

সময়– রাত ১২টা ৩৬ মিনিট।

দমী তিথি আরম্ভ:

বাংলা– ৭ বৈশাখ বুধবার।

ইংরেজি– ২১ এপ্রিল বুধবার।

সময়– রাত ১২টা ৩৭ মিনিট।

দশমী তিথি শেষ:

বাংলা– ৮ বৈশাখ বৃহস্পতিবার।

ইংরেজি– ২২ এপ্রিল বৃহস্পতিবার।

সময়– রাত ১১টা ৩৬ মিনিট।

শ্রী শ্রী বাসন্তী দুর্গা দেবীর দশমী বিহিত পূজা সমাপন ও বিসর্জন প্রশস্তা।

গুপ্তপ্রেস পঞ্জিকা অনুসারে:

পঞ্চমী তিথি আরম্ভ–

বাংলা– ২ বৈশাখ শুক্রবার।

ইংরেজি– ১৬ এপ্রিল শুক্রবার।

সময়– অপরাহ্ন ৩টে ০০ মিনিট ৫৯ সেকেন্ড।

পঞ্চমী তিথি শেষ–

বাংলা– ৩ বৈশাখ শনিবার।

ইংরেজি– ১৭ এপ্রিল শনিবার।

সময়– অপরাহ্ন ০৪টে ৪৩ মিনিট ২৭ সেকেন্ড।

ষষ্ঠী তিথি আরম্ভ–

বাংলা– ৩ বৈশাখ শনিবার।

ইংরেজি– ১৭ এপ্রিল শনিবার।

সময়– অপরাহ্ন ০৪টে ৪৩ মিনিট ২৮ সেকেন্ড।

ষষ্ঠী তিথি শেষ–

বাংলা– ৪ বৈশাখ রবিবার।

ইংরেজি– ১৮ এপ্রিল রবিবার।

সময়– সন্ধ্যা ০৬টা ০২ মিনিট ৩৬ সেকেন্ড।

সপ্তমী তিথি আরম্ভ–

বাংলা– ৪ বৈশাখ রবিবার।

ইংরেজি– ১৮ এপ্রিল রবিবার।

সময়– সন্ধ্যা ০৬টা ০২ মিনিট ৩৭ সেকেন্ড।

সপ্তমী তিথি শেষ–

বাংলা– ৫ বৈশাখ সোমবার।

ইংরেজি– ১৯ এপ্রিল সোমবার।

সময়– সন্ধ্যা ০৬টা ৫৫ মিনিট ৩১ সেকেন্ড।

অষ্টমী তিথি আরম্ভ–

বাংলা– ৫ বৈশাখ সোমবার।

ইংরেজি– ১৯ এপ্রিল সোমবার।

সময়– রাত ০৬টা ৫৫ মিনিট ৩২ সেকেন্ড।

অষ্টমী তিথি শেষ–

বাংলা– ৬ বৈশাখ মঙ্গলবার।

ইংরেজি– ২০ এপ্রিল মঙ্গলবার।

সময়– রাত ০৭টা ১৬ মিনিট ৪৭ সেকেন্ড।

সন্ধি পূজা–

রাত– ০৬টা ৫২ মিনিট ৪৭ সেকেন্ড হইতে রাত– ০৭টা ৪০ মিনিট ৪৭ সেকেন্ড মধ্যে সন্ধি পূজা সমাপন। রাত ০৭টা ১৬ মিনিট ৪৭ সেকেন্ড থেকে বলিদান।

নবমী তিথি আরম্ভ–

বাংলা– ৬ বৈশাখ মঙ্গলবার।

ইংরেজি– ২০ এপ্রিল মঙ্গলবার।

সময়– রাত ০৭টা ১৬ মিনিট ৪৮ সেকেন্ড।

নবমী তিথি শেষ–

বাংলা– ৭ বৈশাখ বুধবার।

ইংরেজি– ২১ এপ্রিল বুধবার।

সময়– রাত ০৭টা ০৭ মিনিট ৩৪ সেকেন্ড।

দশমী তিথি আরম্ভ–

বাংলা– ৭ বৈশাখ বুধবার।

ইংরেজি– ২১ এপ্রিল বুধবার।

সময়– রাত ০৭টা ০৭ মিনিট ৩৫ সেকেন্ড।

দশমী তিথি শেষ–

বাংলা– ৮ বৈশাখ বৃহস্পতিবার।

ইংরেজি– ২২ এপ্রিল বৃহস্পতিবার।

সময়– সন্ধ্যা ০৬ টা ২৯ মিনিট ১০ সেকেন্ড।

শ্রী শ্রী বাসন্তী দুর্গাদেবীর দশমী বিহিত পূজা সমাপনান্তে বিসর্জন প্রশস্তা।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন