শ্রীশ্রী কোজাগরী লক্ষ্মী পূজার নির্ঘণ্ট ও সময়সূচি

দুর্গাপূজার পরেই অনুষ্ঠিত হয় লক্ষ্মীপূজা। অর্থাৎ শারদীয় দুর্গোৎসব শেষে প্রথম পূর্ণিমা তিথিতে এই পূজা হয়ে থাকে। দুর্গতিনাশিনী দেবী দুর্গার আগমনে আনন্দময় হয়ে উঠেছিল ধরণী। চিন্ময়ীয় বিদায়ের বার্তা ভুলে আবার আনন্দে মেতে উঠবেন সনাতন ধর্মাবলম্বীরা। ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে বিভিন্ন মঠ, মন্দির ছাড়াও হিন্দু পরিবারের প্রতিটি ঘরে ঘরে আজ অনুষ্ঠিত হবে কোজাগরী লক্ষ্মীপূজা।

Advertisement

পার্থপ্রতিম আচার্য

শেষ আপডেট: ১০ অক্টোবর ২০১৯ ১২:২২
Share:

দুর্গাপূজার পরেই অনুষ্ঠিত হয় লক্ষ্মীপূজা। অর্থাৎ শারদীয় দুর্গোৎসব শেষে প্রথম পূর্ণিমা তিথিতে এই পূজা হয়ে থাকে। দুর্গতিনাশিনী দেবী দুর্গার আগমনে আনন্দময় হয়ে উঠেছিল ধরণী। চিন্ময়ীয় বিদায়ের বার্তা ভুলে আবার আনন্দে মেতে উঠবেন সনাতন ধর্মাবলম্বীরা। ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে বিভিন্ন মঠ, মন্দির ছাড়াও হিন্দু পরিবারের প্রতিটি ঘরে ঘরে আজ অনুষ্ঠিত হবে কোজাগরী লক্ষ্মীপূজা। দেবী লক্ষ্মী দ্বিভূজা। তিনি বিষ্ণুর পত্নী, ছয়টি বিশেষ গুণের দেবী। তাঁর অপর নাম মহালক্ষ্মী। বাহন পেঁচা। লক্ষ্মীপূজা, কোজাগরী লক্ষ্মী পূজা নামেও পরিচিত। কোজাগরী শব্দটি এসেছে ‘কো জাগতি' থেকে। এর অর্থ 'কে জেগে আছো?’

Advertisement

শুধু ধনই নয়, দেবী লক্ষ্মী আরও বিভিন্ন প্রকার সম্পদ প্রদান করেন। তিনি খ্যাতি, জ্ঞান, সাহস ও শক্তি, জয়, সুসন্তান, বীরত্ব, স্বর্ণ, অন্যান্য রত্নরাজি, শস্য, সুখ, বুদ্ধি, সৌন্দর্য, উচ্চাশা, উচ্চভাবনা, নৈতিকতা, সুস্বাস্থ্য ও দীর্ঘজীবন দেন। এক কথায় লক্ষ্মী পূজা করলে মানুষ সার্বিকভাবে সুন্দর ও চরিত্রবান হন।

আরও পড়ুন: জীবনে মারাত্মক দুর্ঘটনার হাত থেকে বাঁচতে এই মন্ত্রগুলো জপ করুন

Advertisement

আলতা রাঙা পায়ের চিহ্ন আঁকা হবে ঘরে ঘরে। ধন-সম্পদের আশায় হিন্দু নারী ও পুরুষেরা উপবাস ব্রত পালন করবেন। ফুল, ফল, মিষ্টি, নৈবেদ্য দিয়ে আরাধনা করবেন মায়ের। প্রার্থনা করবেন, এসো মা লক্ষ্মী বসো ঘরে, আমারই ঘরে থাক আলো করে।

হিন্দুদের বিশ্বাস মতে, কোজাগরীর রাতে দেবী লক্ষ্মী ধন-সম্পদ দিতে যে কোনও সময় ঘরের দ্বারে এসে ‘কো জাগর্তি' বলে ডাক দেবেন। জেগে থাকা মানুষেরাই এ ধন লাভের অধিকারী হন বলে ব্রতকারীরা সারা রাত জেগে থাকবেন দেবীর ডাকের প্রতীক্ষায়।

এখন জেনে নেওয়া যাক ১৪২৬ সনের কোজাগরী লক্ষ্মীপূজার নির্ঘণ্ট ও সময়সূচি:

বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা মতে:

কোজাগরী পূর্ণিমা আরম্ভ:

বাংলা তারিখ: ২৫ আশ্বিন ১৪২৬, শনিবার।

ইং তারিখ: ১২/১০/২০১৯।

সময়: রাত্রি ১২টা ৩৭ মিনিট থেকে।

কোজাগরী পূর্ণিমা শেষ:

বাংলা তারিখ: ২৬ আশ্বিন ১৪২৬, রবিবার।

ইং তারিখ: ১৩/১০/২০১৯।

সময়: রাত্রি ২টো ৩৮ মিনিট পর্যন্ত।

কোজাগরী পূর্ণিমার উপবাস:

বাংলা তারিখ: ২৬ আশ্বিন ১৪২৬, রবিবার।

ইং তারিখ: ১৩/১০/২০১৯।

সময়: রাত্রি ২টো ৩৮ মিনিট পর্যন্ত

গুপ্তপ্রেস পঞ্জিকা মতে:

কোজাগরী পূর্ণিমা আরম্ভ:

বাংলা তারিখ: ২৪ আশ্বিন ১৪২৬, শনিবার।

ইং তারিখ: ১২/১০/২০১৯।

সময়: রাত্রি ১২টা ৩ মিনিট থেকে।

কোজাগরী পূর্ণিমা শেষ:

বাংলা তারিখ: ২৫ আশ্বিন ১৪২৬, রবিবার।

ইং তারিখ: ১৩/১০/২০১৯।

সময়: রাত্রি ১টা ৫৬ মিনিট পর্যন্ত।

কোজাগরী পূর্ণিমার উপবাস:

বাংলা তারিখ: ২৫ আশ্বিন ১৪২৬, রবিবার।

ইং তারিখ: ১৩/১০/২০১৯।

সময়: রাত্রি ১টা ৫৬ মিনিট পর্যন্ত।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন