যে কোনও কাজে সাফল্য পেতে বাড়ি থেকে বেরোনোর আগে বার অনুযায়ী এই নিয়মগুলি মেনে চলুন

অনেক সময় আমাদের সঙ্গে এমনটা হয় যে, আমরা বাড়ি থেকে বেরিয়েছি কোনও জরুরী কাজের জন্য, অথচ কাজটায় সাফল্য পেলাম না। সব কিছু ঠিকঠাক থাকা ষত্বেও কোনও কারণে কাজটা অসম্পুর্ণ থেকে গেল।

Advertisement

শ্রীমতী অপালা

শেষ আপডেট: ১৯ ফেব্রুয়ারি ২০১৯ ০০:০০
Share:

অনেক সময় আমাদের সঙ্গে এমনটা হয় যে, আমরা বাড়ি থেকে বেরিয়েছি কোনও জরুরী কাজের জন্য, অথচ কাজটায় সাফল্য পেলাম না। সব কিছু ঠিকঠাক থাকা ষত্বেও কোনও কারণে কাজটা অসম্পুর্ণ থেকে গেল। তখন মনে এই প্রশ্ন জাগে কেন এরকমটা হল? কিন্তু এর কোনও উত্তর পাওয়া যায় না। তবে এই সমস্যা থেকে বেরিয়ে আসা যায় কিছু বাস্তু টিপস মেনে চললে।

Advertisement

রবিবার

০ সূর্য প্রণাম করতে হবে।

Advertisement

০ রাস্তায় কোনও গরিবকে কিছু দান করুন।

০ রবিবারে যে কোনও কাজে সাফল্য পেতে নিজের কাছে একটি পান পাতা রাখতে হবে।

সোমবার

০ সোমবার শিবের পুজো করতে হবে।

০ সাদা রঙের বস্ত্র পরিধান করতে হবে।

০ কাজে বেরোনোর আগে নিজের মুখ আয়নায় দেখে বেরোতে হবে।

মঙ্গলবার

০ হনুমানজির পুজো করতে হবে।

০ মেটে বা কমলা সিঁদুরের টিকা কপালে লাগান।

০ যে কোনও শুভ কাজের জন্য মঙ্গলবার খুব ভাল। তাই কাজে বেরোনোর আগে মুখে মিষ্টি জাতীয় কিছু দিয়ে যেতে হবে।

আরও পড়ুন: আপনি কি গুপ্তশত্রুতার শিকার?

বুধবার

০ প্রভাতে তুলসী গাছে জল দিতে হবে।

০ যে কোনও সবুজ কিছু খাদ্য পাখীদের খাওয়ান।

০ কাজে বেরোনোর আগে খোসা সমেত মুগডাল বা ধনে পাতা মুখে দিয়ে বেরোলে কর্মে সাফল্য পাবেন।

বৃহস্পতিবার

০ লক্ষ্মীদেবী বা ধনকুবেরের পুজো করতে হবে।

০ হলুদ রঙের বস্ত্র পরিধান করুন।

০ কাজে বেরোনোর পূর্বে দই বা সরষের দানা মুখে দিয়ে বেরোলে শুধু কর্মে সাফল্য নয়, ঘরেও কোনও না কোনও ভাবে সম্পত্তি আসতে পারে।

শুক্রবার

০ সাদা রঙের মিষ্টি বা ফুল অথবা চাল মন্দিরে দান করুন।

০ কাজে বেরোনোর সময় দই মুখে দিয়ে যান।

শনিবার

০ শনিদেবের মন্দিরে কালো তিল দান করুন।

০ কাক বা কালো কুকুরকে কিছু খাবার খাওয়ান।

০ কাজে বেরনোর আগে মুখে আদার কুচো রাখুন।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন