রাস পূর্ণিমায় এই সব টোটকা করলে ভাগ্য সদা সহায় থাকবে

রাস শুধুমাত্র বৈষ্ণবদের কাছে পালনীয় তা নয়। এই বিশেষ উৎসব অনেকের কাছেই খুব প্রিয়। বৈষ্ণবদের কাছে এই উৎসব হল ভক্ত ও ভগবানের মিলনের উৎসব। এই উৎসব বিভিন্ন জায়গায় নিষ্ঠার সঙ্গে পালন করা হয়।

Advertisement

শ্রীমতী অপালা

শেষ আপডেট: ২৮ নভেম্বর ২০২০ ০০:০৬
Share:

রাস শুধুমাত্র বৈষ্ণবদের কাছে পালনীয় তা নয়। এই বিশেষ উৎসব অনেকের কাছেই খুব প্রিয়। বৈষ্ণবদের কাছে এই উৎসব হল ভক্ত ও ভগবানের মিলনের উৎসব। এই উৎসব বিভিন্ন জায়গায় নিষ্ঠার সঙ্গে পালন করা হয়। এই দিনটি অত্যন্ত শুভ দিন। এই দিন বিশেষ কিছু উপায়ের মাধ্যমে ভাগ্যকে সদা সহায় করা যায়।

Advertisement

দেখে নেওয়া যাক উপায়গুলো—

• এই দিন খুব সকালে অর্থাৎ সূর্যোদয়ের আগে গঙ্গায় (গঙ্গায় সম্ভব না হলে যে কোনও নদী বা পুকুরে) স্নান করে, শুদ্ধ বস্ত্রে শ্রীকৃষ্ণ এবং শ্রীরাধার যুগল মূর্তি পুজো করলে অত্যন্ত শুভ ফল লাভ করা যায়।

Advertisement

• রাস পূর্ণিমায় সারা দিন উপোস করে সন্ধ্যাবেলা ঘিয়ের প্রদীপ জ্বেলে মনের বাসনা শ্রীকৃষ্ণের কাছে অর্পণ করুন। এর ফলে মনের সকল বাসনা পূর্ণ হবে।

• এই দিন বেলগাছকে ধূপ দ্বীপ জ্বেলে পুজো করুন।

আরও পড়ুন: শ্রী শ্রী রাসযাত্রার সময়সূচি ও নির্ঘণ্ট

• এই দিন সন্ধ্যাবেলা একটি নারকেল সাদা কাপড়ে মুড়ে তাতে সিঁদুর ও আটার ৫টি করে ফোঁটা লাগিয়ে চন্দ্রদেবের উদ্দেশে প্রবাহিত জলে ভাসিয়ে দিন।

• এই দিন ব্রাহ্মণ বা গরিবদের সাদা কাপড় দান করুন।

• এই দিন একটি সাদা কাপড়ের ওপরে কিছুটা কালো তিল, আটা, মুগডাল এবং মাষকলাই নিয়ে নবগ্রহ যন্ত্রের সামনে সারা রাত রেখে দিন। পরের দিন এই সব জিনিস দুঃস্থদের মধ্যে দান করে দিন। এর ফলে গ্রহ দোষ থেকে মুক্তি পাওয়া যায়।

• এই পুণ্য তিথিতে চন্দ্রদেবের উপাসনা করাও অত্যন্ত শুভ ফল দেয়।

• এই দিন বাড়ির যে কোনও খোলা জায়গায় চন্দ্রদেবের উদ্দেশে সাদা মিষ্টি অর্পণ করুন।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন