Advertisement
২৫ এপ্রিল ২০২৪

শ্রী শ্রী রাসযাত্রার সময়সূচি ও নির্ঘণ্ট

রাস মূলত বৈষ্ণব ধর্মের উৎসব। বৈষ্ণবীয় ভাবধারায় শ্রীকৃষ্ণের প্রেম প্রকৃতির উৎসব। এই উৎসবে গোপিনী সহযোগে রাধাকৃষ্ণের আরাধনাই রাসের মূল বিষয়।

সুপ্রিয় মিত্র
শেষ আপডেট: ২৩ নভেম্বর ২০২০ ০০:০৪
Share: Save:

“যখন করেন হরি বস্ত্রহরণ।

গোপীদের কাছে তিনি করিলেন পন।।

আগামী পূর্ণিমা কালে তাঁহাদের সনে।

করবেন রাসলীলা পূণ্য বৃন্দাবনে ”

রাস মূলত বৈষ্ণব ধর্মের উৎসব। বৈষ্ণবীয় ভাবধারায় শ্রীকৃষ্ণের প্রেম প্রকৃতির উৎসব। এই উৎসবে গোপিনী সহযোগে রাধাকৃষ্ণের আরাধনাই রাসের মূল বিষয়। পুরাণে রাস উৎসবের উল্লেখ পাওয়া যায়। তবে বিভিন্ন পুরাণে বিভিন্ন মতেরও উল্লেখ আছে। কোথাও শারদ রাস আবার কোথাও বসন্ত রাসের উল্লেখ পাওয়া যায়।

শ্রী কৃষ্ণের সংস্পর্শ পেয়ে গোপিনীদের মন অহং পূর্ণ হলে শ্রীকৃষ্ণ অন্তর্হিত হন। গোপিনীরা ভুল বুঝতে পেরে শ্রীকৃষ্ণের স্তব স্তুতি করলে শ্রীকৃষ্ণ প্রত্যাবর্তন করে গোপিনীদের মানব জীবনের পরমার্থ বুঝিয়ে অন্তরাত্মা শুদ্ধ করেন। গোপিনীদের মনোবাঞ্ছা পূর্ণ করেন এবং জাগতিক ক্লেশ থেকে মুক্তি দান করেন। এই রূপেই রাশ উৎসবের প্রচলন ঘটে।

বাংলায় শ্রীচৈতন্যদেবের রাস উৎসব পালনের কথা শোনা যায়। রাজা কৃষ্ণচন্দ্রের এবং গিরিশচন্দ্রের সময়ের পরবর্তীকালে বাংলায় রাস উৎসবের বহুল প্রচলন ঘটে। বৃন্দাবন, মথুরা, ওড়িশা, অসম, মনিপুর এবং পশ্চিমবঙ্গের বিভিন্ন জা।গায় আড়ম্বরের সঙ্গে রাস উৎসব পালন করা হয়। রাধাকৃষ্ণের আরাধনা মূল বিষয় হলেও অঞ্চল ভেদে ভিন্ন ভিন্ন রীতিতে রাস উৎসব পালিত হয়।

আগামী ৩০ নভেম্বর, বাংলার ১৪ অগ্রহায়ণ সোমবার শ্রী শ্রী রাধাকৃষ্ণের রাস যাত্রা।

বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা মতে–

পূর্ণিমা তিথি আরম্ভ

বাংলা তারিখ– ১৩ অগ্রহায়ণ, রবিবার ১৪২৭।

ইংরেজি তারিখ– ২৯ নভেম্বর ২০২০।

সময়– দুপুর ১২টা ৪৯ মিনিট।

পূর্ণিমা তিথি শেষ

বাংলা তারিখ– ১৪ অগ্রহায়ণ, সোমবার ১৪২৭।

ইংরেজি তারিখ– ৩০ নভেম্বর ২০২০।

সময়– দুপুর ৩টে।

আরও পড়ুন: এক ঘটি জল ব্যবহার করে ভাগ্যের আশ্চর্য রকম উন্নতিসাধন করুন

গুপ্তপ্রেস পঞ্জিকা মতে–

পূর্ণিমা তিথি আরম্ভ

বাংলা তারিখ– ১৩ অগ্রহায়ণ, রবিবার ১৪২৭।

ইংরেজি তারিখ– ২৯ নভেম্বর ২০২০।

সময়– দুপুর ১২টা ৩০ মিনিট ৩৫ সেকেন্ড।

পূর্ণিমা তিথি শেষ

বাংলা তারিখ– ১৪ অগ্রহায়ণ, সোমবার ১৪২৭।

ইংরেজি তারিখ– ৩০ নভেম্বর ২০২০।

সময়– সকাল ০২টো ২৪ মিনিট ২১ সেকেন্ড।

১৩ অগ্রহায়ণ (২৯ নভেম্বর) রবিবার পূর্ণিমার নিশিপালন- স্মার্তমতে রাত্রৌ শ্রী শ্রী কৃষ্ণের রাসযাত্রা।

১৪ অগ্রহায়ণ (৩০ নভেম্বর) সোমবার গোস্বামী মতে রাকাপূর্ণিমানুরোধে শ্রী শ্রী কৃষ্ণের রাসযাত্রা।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Rasyatra Rasa Purnima
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE