জনপ্রিয় ইউটিউবারের বাড়িতে কেন্দ্রীয় সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)-এর হানা। উত্তরপ্রদেশের বাসিন্দা ওই ইউটিউবারের বাড়িতে বৃহস্পতিবার তল্লাশি চালান ইডির আধিকারিকেরা। আর সেই তল্লাশি চালানোর সময় ইউটিউবারের জীবনযাত্রার বহর দেখে কার্যত থ হয়ে গিয়েছেন তাঁরা। অবাক হয়েছেন তাঁর গ্যারাজে ঢুকেও। ল্যাম্বোরঘিনি উরুস থেকে বিএমডব্লিউ জ়েড৪, মার্সিডিজ়-বেঞ্জ— কী নেই সেখানে!
উত্তরপ্রদেশের উন্নাওয়ের বাসিন্দা ওই ইউটিউবারের নাম অনুরাগ দ্বিবেদী। বেটিং এবং জুয়ার অ্যাপ সংক্রান্ত একটি মামলার তদন্তের সময় অনুরাগের নাম উঠে আসে ইডির হাতে। হদিস মেলে জুয়ার নেটওয়ার্ক থেকে আর্থিক আদানপ্রদান এবং অবৈধ আয়ের বিষয়ও। অভিযোগ, অনলাইন বেটিং এবং জুয়ার অ্যাপ থেকে বিপুল অর্থ উপার্জন করেছেন অনুরাগ। আর সেই সংক্রান্ত মামলাতেই বৃহস্পতিবার তাঁর উন্নাওয়ের বাড়িতে হানা দেয় ইডি।