Snana Yatra

স্নানযাত্রার মাহাত্ম এবং এই দিনের বিশেষ কিছু ফলদায়ী টোটকা

স্নানযাত্রা অত্যন্ত পবিত্র একটি উৎসব। যা অতি নিয়ম নিষ্ঠার সঙ্গে পালন করা হয়। স্নানযাত্রার দিনটি জগন্নাথদেবের জন্মদিন হিসাবে পালন করা হয়।

Advertisement

 শ্রীমতী অপালা

শেষ আপডেট: ১৮ জুন ২০২১ ০৮:১৮
Share:

ফাইল চিত্র।

স্নানযাত্রা অত্যন্ত পবিত্র একটি উৎসব। যা অতি নিয়ম নিষ্ঠার সঙ্গে পালন করা হয়। স্নানযাত্রার দিনটি জগন্নাথদেবের জন্মদিন হিসাবে পালন করা হয়। এই দিন পুরী তথা দেশের বিভিন্ন জায়গায় উৎসব পালিত হয়। এই দিনটি অত্যন্ত শুভ একটি দিন বলে মানা হয়। মনে করা হয় এই দিন যে কোনও শুভ কাজ করলে খুবই শুভ ফল লাভ করা যায়। এমন কিছু কাজ রয়েছে যা এই দিন করলে জীবনে নানা দিক থেকে বিশেষ উপকার পাওয়া যায়।

Advertisement

দেখে নিন কোন কাজের মাধ্যমে উপকৃত হওয়া যায়—

• সর্বপ্রথম এই দিন গঙ্গাস্নান করতে হবে। নতুন বস্ত্র পরে গঙ্গাস্নান করতে হবে, তার পর জগন্নাথ, বলরাম এবং সুভদ্রার মূর্তিকে স্নান করাতে হবে।

Advertisement

• গঙ্গাজল, কাঁচা দুধ, চন্দন এবং আতর একত্রে মিশিয়ে স্নান করাতে হবে।

• যদি সম্ভব হয় ১০৮টি তুলসিপাতা জগন্নাথদেবের চরণে অর্পণ করতে হবে। ১০৮টি সম্ভব না হলে ২৮টি তুলসিপাতাও দেওয়া যেতে পারে।

• এই দিন জগন্নাথ, বলরাম এবং সুভদ্রার বিগ্রহের সামনে একটি করে গোলাপ অর্পণ করুন।

• জগন্নাথ, বলরাম এবং সুভদ্রার বিগ্রহে ৫ রকম ফল প্রদান করুন।

• যে কোনও এক জন ব্রাহ্মণকে সাধ্য মতো কিছু দান করুন।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন