Astrological Tips

খাওয়ার ঘরে কিছু নিয়ম মানলে আজীবনের ভাত-কাপড়ের দায়িত্ব নিজেই নিতে পারবেন, জানাচ্ছে জ্যোতিষ

জীবনের সার্বিক উন্নতির জন্য সর্বপ্রথম দেখতে হবে খাওয়ার ঘর এবং রান্নাঘর ঠিকঠাক রয়েছে কি না।

Advertisement

 শ্রীমতী অপালা

কলকাতা শেষ আপডেট: ০৩ জানুয়ারি ২০২৪ ১১:৩৫
Share:

—প্রতীকী ছবি।

খাদ্যের ভূমিকা আমাদের জীবনে প্রবল গুরুত্বপুর্ন। খাবার খাওয়ার সময় কতগুলো কথা অবশ্যই মেনে চলতে হয়। এই নিয়মগুলো মেনে চলতে পারলে জীবনে কখনও খাবারের অভাব হয় না। প্রথমেই দেখতে হবে খাবার জায়গা অর্থাৎ ডাইনিং টেবিল কেমন ভাবে সাজানো রয়েছে। খাওয়ার ঘরের রং ঠিকঠাক আছে কি না। সংসারের উন্নতি ও মঙ্গলের জন্য সর্বপ্রথম রান্নাঘর এবং ডাইনিং ঠিক রাখতে হবে।

Advertisement

খাওয়ার ঘরের বিশেষ কিছু নিয়ম

১) প্রথমেই লক্ষ্ রাখতে হবে যেন ডাইনিং-এ সূর্যের আলো প্রবেশ করতে পারে। তা ছাড়া রাতেও আলোর ব্যবস্থা রাখতে হবে যথেষ্ট পরিমানে।

Advertisement

২) খাবার জায়গা যাতে সব সময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকে সে দিকে লক্ষ রাখতে হবে। খাবার জায়গা পরিষ্কার না থাকলে খাদ্যদাতা দেবতা অত্যন্ত রুষ্ট হন।

৩) খাওয়ার ঘরে হালকা সবুজ, কমলা, হলুদ এই ধরনের রং করানো উচিত।

৪) ডাইনিং-এ কখনো গাঢ় রং বা কালো রং করাতে নেই, এতে বাড়িতে অশান্তির পরিবেশ সৃষ্টি হয়।

৫) খাবার সময় যতটা সম্ভব বাড়ির প্রত্যেকটা সদস্য একত্রে বসে খাওয়া উচিত। এতে বাড়ির সদস্যদের মন ভাল থাকে এবং প্রত্যেকের মধ্যে সম্পর্ক ভাল থাকে।

৬) ডাইনিং টেবিলের আকৃতি গোলাকার বা আয়তাকার হতে হবে, এছাড়া অন্য কোনও আকৃতি টেবিল ব্যবহার করা খুব একটা ভাল নয়।

৭) অবশ্যই মনে রাখতে হবে দক্ষিণ দিকে মুখ করে খেতে বসা একেবারেই গ্রহণযোগ্য নয়।

৮) খাওয়ার ঘরে রাখার গাছ খুব বেশি পরিমাণে রাখতে হবে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন