এই রাশির দীর্ঘ দিনের অর্থ নিয়ে সমস্যার আজ অবসান ঘটবে। আজ কেউ সাহায্য চাইলে না বলবেন না।
মামাবাড়ির কারও কাছ থেকে কোনও বড় ধরনের উপকারের মাধ্যমে আপনার লাভ হবে। ঘড়ির কাঁটাকে আজ আগে যেতে দিলেই ক্ষতি। সন্তানেরা এমন কাজ করবে, যার ফলে অশান্তি হবে। বদহজমের সমস্যায় ভোগান্তি হতে পারে।