কারও কাছে আজ অবহেলিত হলেও শান্ত থেকে মৃদু স্বরে তাঁর উত্তর দিন। কোনও তীর্থস্থানে বেড়িয়ে আসুন।
বাড়িতে বেশ দামি কোনও জিনিস কেনার ফলে খরচ বৃদ্ধি পেতে পারে। বাড়ির খাবার আজ একেবারেই ভাল লাগবে না। অবিবাহিতদের বিয়ের কোনও খবর আসতে পারে। সহজ কাজকেও আজ কঠিন বলে মনে হবে। সহকর্মীরা আজ আপনাকে খুবই সাহায্য করবে।