আজ মা-বাবার কাছে কিছু আবদার করে দেখতে পারেন। পেয়ে যাওয়ার সুযোগ ষোলো আনা রয়েছে।
সন্তানের জন্য স্বামী-স্ত্রীর মধ্যে ঝামেলা হতে পারে। অফিসে কোনও ভুলের জন্য বসের কাছে কথা শুনতে হতে পারে। আজ কারও সঙ্গে তর্ক না করে, নম্র ভাবে তাঁকে বোঝানোর চেষ্টা করুন। গতি এবং আত্মবিশ্বাস ভাল থাকার জন্য আজ ব্যবসায় খুবই উন্নতি দেখতে পাবেন।