ঈশ্বরের কথা আলোচনায় আপনার আগ্রহ বাড়বে। আপনি ভাল বক্তা হবেন, যা আপনার সুনাম বৃদ্ধি করবে।
এই মাসে যে কোনও কারণে মাত্রা ছাড়ানো খরচ আপনার সঞ্চয়ে ক্ষতি ডেকে আনতে পারে। কর্মক্ষেত্রে কিছু জটিলতা দেখা দেবে যা কাটিয়ে উঠতে দেরি হবে। খাদ্যের প্রতি প্রচুর লোভ আসবে, তবে সামলাতে না পারলে শারীরিক অসুস্থতার কারণ হবে। বন্ধু এমন কিছু করবে যার কারণে কোথাও সন্মানিত হতে পারেন। ব্যবসায় জোরালো মনোবল থাকবে মাসের শুরুতে, তবে মাসের শেষের দিকে একটু বাধা থাকবে। কাউকে পরামর্শ দেওয়ার আগে খুব ভাল করে ভাবতে হবে, সব পরামর্শ সব সময় ভাল ফল দেয় না। সমাজের কোনও কাজ করতে হবে, যা আপনার জন্য লাভদায়ক হবে।