বহু কালের বড়সড় কোনও ইচ্ছা এই মাসে পূরণ হতে দেখা যাবে। যা আপনার ভীষণ আনন্দের কারণ হবে।
এই মাসে কোনও প্রস্তাব আসলে তা গভীর ভাবে চিন্তা করে তার পর সিদ্ধান্ত নিতে হবে। সরকারি কোনও কাজে গাফিলতি করাটা একেবারেই ভাল হবে না। পাইকারি ব্যবসার সঙ্গে যুক্তদের এই মাসটা বেশ ভাল দেখা যাচ্ছে। নিজের জীবনের ঝুঁকি রয়েছে এমন কোনও কাজ করতে যাবেন না। অফিসের কাজ বেশ ভাল চলবে। অলসতা কাটিয়ে উঠতে না পারলে, ব্যবসায় একটু চাপ থাকবে। স্ত্রীর বেশ কিছু দিনের বায়না মেটাতে গিয়ে খরচ বাড়বে। জমি কিনতে চাইলে এই মাসে যোগাযোগ করতে পারেন। পরিবারের সঙ্গে একটু বেশি সময় কাটাতে পারেন। মায়ের শরীর নিয়ে একটু চিন্তা থাকবে।