এই মাসে বন্ধুর কোনও শুভ অনুষ্ঠানের অংশীদার হতে পারবেন। আপনাকে কঠোর পরিশ্রমের পরীক্ষা দিতে হবে, তবে এই পরীক্ষায় আপনি উত্তীর্ণ হবেন।
প্রতিযোগিতামূলক কাজে জয় হতে পারে। নিজের কর্মের দায়িত্ব কাউকে দেবেন না। সেই কারণে বদনাম হতে পারে। মাসের প্রথম দিকে খরচ একটু বৃদ্ধি পাবে, তবে আয়-ব্যয়ের মধ্যে সমতা বজায় থাকবে। নতুন করে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়তে পারেন, যা আপনি আর চাইছেন না। পরিবারের সকলের মন জয় করে চলতে পারবেন। প্রতিবেশীদের সঙ্গে বেশি মেলামেশা ঠিক হবে না। কারও সঙ্গে অযথা তর্কে জড়াতে যাবেন না, এই মাসে মামলার যোগ রয়েছে। বিদ্যার্থীদের সামনে খুব ভাল সুযোগ আসতে চলেছে।