মাসের প্রথম দিকে কারও সঙ্গে জমি কেনা নিয়ে আলোচনার সুযোগ আসতে পারে। এই আলোচনা মাসের শেষ ভাগে করা ভাল হবে।
দীর্ঘ দিন ধরে যে কাজ আটকে রয়েছে, সেই কাজ সম্পূর্ণ হতে পারে স্ত্রীর বুদ্ধিতে। প্রতিবেশীর সঙ্গে অশান্তি বাধতে পারে, তবে ভুল আপনার দিক থেকেই হবে। বাকপটুতার জন্য বন্ধুমহলে সুনাম অর্জন করতে পারেন। শেয়ারে অর্থ নষ্ট হতে পারে, খুব বুঝে তার পর এ দিকে এগোতে হবে। কোনও কিছু চুরি যেতে বা হারাতে পারে। ব্যবসায় কোনও ভাল লোকের জন্য বিপদ থেকে উদ্ধার হতে পারবেন। সংসারের যদি কোনও কাজ থাকে তা হলে মাসের মধ্য ভাগে সেরে ফেলুন। এই মাসে চাকরির স্থানে কাজের দায়িত্ব বাড়তে পারে। প্রেমের জন্য বাড়িতে বিবাদ বৃদ্ধি পাবে, নিজের সিদ্ধান্তে অটল থাকুন। অংশীদারি ব্যবসার দিকে নজর দিন।