কিছু মানুষের ব্যবহারের জন্য মানুষ চেনার আসল অধ্যায় শুরু হতে পারে। সকলকে নিয়ে পারিবারিক দিকে কোনও পরিবর্তন লক্ষ্য করতে পারবেন।
ব্যবসা এবং চাকরি, সব ক্ষেত্রেই একটু চিন্তা থাকবে। তবে মাসের শেষের দিকে সব কেটে যাবে। পরিবারের কারও শরীর নিয়ে একটু ব্যতিব্যস্ত হতে হবে। যেচে পরের উপকার করতে যাবেন না, পরে সমস্যা হতে পারে। বাড়িঘর নির্মাণের ব্যাপারে ভাল যোগাযোগ হতে পারে। কূটনৈতিক মনোভাবের কারণে আত্মীয়দের নিয়ে চাপ বাড়তে পারে। পেটের সমস্যার জন্য কাজের ক্ষতি হওয়ার যোগ। এই মাসে কাজের চাপের জন্য বাড়িতে সময় দিতে পারবেন না, এতে সংসারে সামান্য অশান্তি হতে পারে। বাড়িতে খুব একটা বন্ধুদের নিয়ে আসবেন না, এতে সমস্যা হতে পারে।