এই মাসে সকলকে কাছে পেয়েও নিজেকে খুব নিঃসঙ্গ বলে মনে হবে। নিঃসঙ্গতা কাটিয়ে উঠতে হলে নিজের কাজের দায়িত্ব বাড়িয়ে নিন।
নিজের শারীরিক সমস্যা থাকবে না ঠিকই, তবে বাড়ির কারও শরীর নিয়ে দুশ্চিন্তা বাড়তে পারে। বাইরে কর্মরত দূরে থাকা কেউ ঘরে ফিরে আসতে পারেন। বেকারদের জন্য এই মাসটা বেশ ভাল রয়েছে, কাজের ভাল খবর আসতে পারে। মাসের প্রথমে ব্যবসায় খারাপ খবর পেতে পারেন, যার ফলে আর্থিক চাপ থাকবে। বাড়িতে অনেক অতিথি আসতে পারেন। উচ্চপদস্থ কারও সুপারিশে সন্তানের জন্য কাজের ব্যবস্থা হতে পারে। স্ত্রীকে নিয়ে দূরে কোথাও ভ্রমণের আলোচনা করতে পারেন। আইনি কাজের জন্য খরচ বাড়তে পারে। লিভারের সমস্যা বাড়তে পারে, খাবারের প্রতি বিশেষ নজর দিন। চলাফেরার ব্যাপারে সাবধান থাকুন, পায়ে চোট লাগতে পারে। মধ্য ভাগে শরীরে যন্ত্রণার জন্য কাজের ক্ষতি হতে পারে।