মন ভাল জিনিসের প্রতি আগ্রহী হবে। যাঁরা শিল্পের সঙ্গে যুক্ত, তাঁদের আর্থিক ভাবে লাভবান হওয়ার সম্ভাবনা রয়েছে।
ব্যবসার স্থান শুভ। অফিসের পরিকল্পনাগুলিতে বসের সম্পূর্ণ সমর্থন আশা করতে পারেন। মেজাজ খুব ভাল থাকবে। প্রি়য়জনকে কোনও বিশেষ উপহার দিতে পারেন। নিজের জন্য সময় বার করুন।