আপনি কোনও কারণে আজ অতিরিক্ত দুঃখ পেতে পারেন। ঋণ পরিশোধ করার চেষ্টায় ব্যস্ত থাকতে হবে।
সন্তানদের নিয়ে পড়াশোনার জন্য বাইরে যেতে হতে পারে। প্রেমের সম্পর্কে আজ নতুন কারও জন্য অশান্তি হতে পারে। আজ কাজে একটু অলসতা আসবে। অনেক দিনের পড়ে থাকা কাজ মিটতে পারে। নিজের জন্য কিছু জিনিস কেনায় খরচ বাড়তে পারে।