অবিবাহিতদের বিয়ের কথা বলার জন্য দিনটা বেশ শুভ। আজ হঠাৎ হঠাৎ মাথা গরম হয়ে যেতে পারে।
সারা দিনটা খুব মেপে চলতে হবে। বাড়ির প্রতিটা বিষয়ের উপর নজর না দেওয়াই ভাল হবে। অফিসে মান-সম্মান বাড়তে পারে নিজের দক্ষতায়। রাস্তায় খুবই সাবধানতা প্রয়োজন। খুব নিজের কেউ আজ অবিশ্বাসী হয়ে যেতে পারে।