বড় কোনও টাকার সিদ্ধান্ত নেওয়াটা আজ ঠিক হবে না। যাঁরা আপনাকে ভালবাসেন, তাঁরা কিছু আশা করবেন আপনার কাছে।
আপনার কাজের জন্য অফিসে সকলের নজরে মহান হতে পারেন। চিত্রনাট্যকারদের জন্য দিন খুব ভাল। ঋণ শোধ হওয়ায় মাথার বোঝা অনেকটা কমবে। ক্লান্তি লাগলেও বিশ্রাম নেওয়ার অবকাশ থাকবে না। শিক্ষা বিষয়ে জ্ঞানী কারও উপদেশ খুব কাজে লাগতে পারে।