যখনই ফাঁকা সময় পাবেন একটু ধ্যান করার চেষ্টা করুন। উপকার পাবেন।
ব্যবসায় একটি খারাপ পর্যায়ের পরে লাভের মুখ দেখতে পাবেন। কোনও বন্ধুর সঙ্গে দেখা করতে যেতে পারেন। ব্যাঙ্কের গোলমালের কারণে কোনও লাভের অঙ্ক ঘরে আসা স্থগিত থাকবে।