আপনার ধৈর্য আপনাকে অফিসে সকলের কাছে প্রশংসিত করে তুলবে। স্ত্রীকে বেশি সময় দিন, এতে আপনারই ভাল।
বিবাহযোগ্যদের জন্য আজ কোনও ভাল খবর আসতে পারে। খুব বিশ্বাসী না হলে মনের কথা বলতে যাবেন না। বাড়ির কাজে অলসতা আসতে পারে। পুরনো কোনও ঝগড়া মিটে গিয়ে জীবনে শান্তি ফিরে আসবে। বোনের শরীর নিয়ে চিন্তা বাড়তে পারে।