অফিসে নিজের বোধগম্যতার পরীক্ষায় আজ আপনাকে কেউ হারাতে পারবে না। বাড়ির মানুষজনদের মন রাখার যত প্রকার চেষ্টা আছে করে যান।
ব্যবসার পরিস্থিতি ইতিবাচক থাকবে। মনের মতো কারও সঙ্গে দেখা হতে পারে। আজ খরচ একটু বাড়বে, তবে খুব বেশি নয়। আজ কর্মে পিছিয়ে না পড়ে এগিয়ে যেতে থাকুন। কোনও বাধাকেই বাধা বলে মনে করবেন না।