আপনি কী ধরনের ভ্রমণ পছন্দ করেন, বলে দেবে আপনার রাশি (দ্বিতীয় পর্ব)

মকরের জাতক/জাতিকারা ভ্রমণে ভালবাসে। এরা ভ্রমণের ব্যাপারে যাদের ভাল অভিজ্ঞতা ও জ্ঞান আছে, তাদের সাহায্য নিয়ে থাকে। এরা ভ্রমণে সস্তা কোনও হোটেল চায় না।

Advertisement

অসীম সরকার

শেষ আপডেট: ১৮ জানুয়ারি ২০১৯ ০০:০০
Share:

তুলা (সেপ্টেম্বর ২৩- অক্টোবর ২২ )- এরা আবার ভ্রমণ করে নির্দিষ্ট উদ্দেশ্য নিয়ে। কর্মসূত্রে কোথাও গেলে কাছাকাছি এলাকা ঘুরে আসে। বড় ভ্রমণে গেলে এরা সঙ্গীদের আগে বেছে নেয়। ভ্রমণে এদের কোনও প্ল্যান থাকে না। এরা সবার আগে দেখে কারা যাচ্ছে, কারণ এদের কাছে ভ্রমণ সব সময় মজার। রাশি হিসেবে এরা রোমান্টিক। তাই এরা যখন কোথাও বেড়াতে যায়, সেখানে রোমান্স খোঁজে।

Advertisement

বৃশ্চিক (অক্টোবর ২৩-নভেম্বর ২১)- এরা ভ্রমণের সময় খুব একটা খোলামেলা নয়। তবে ভ্রমণে গেলে পিছনে ফিরে তাকায় না, পকেট উজার করে খরচ করে। এরা মিথুন বা কন্যার মতো ভ্রমণ নিয়ে খুব স্টাডি করে না, কিন্তু এরা বেশ কৌতুহলী। তাই কোনও ঐতিহাসিক স্পটে গেলে এরা কিন্তু খুঁটিয়ে খুঁটিয়ে সব কিছু দেখে। ছোটখাটো ভ্রমণের চেয়ে এরা কয়েক দিনের দীর্ঘ ভ্রমণ বেশি পছন্দ করে। এরা সাধারণত সমুদ্রের তীর বা ঐতিহাসিক গুরুত্ব আছে এমন জায়গায় যেতে পছনেদ করে।

ধনু (নভেম্বর ২২- ডিসেম্বর ২১)- কোন রাশি সব থেকে বেশি ভ্রমণ পছন্দ করে প্রশ্ন করা হলে, উত্তর হবে, ধনু রাশির জাতক/জাতিকারা। রাশির স্বভাবগত দিক থেকে ধনুর মন বাড়িতে সে ভাবে টেকে না। এরা জন্মগত পর্যটক। ছোট বা বড় যে কোনও ধরনের ভ্রমণেই এরা সমান আগ্রহী। যে কেউ এদের ভ্রমণে ডাকলেই এরা সঙ্গে সঙ্গে এক পায়ে রাজি। তবে সঙ্গ নিয়ে কিছুটা হলেও ভাবে। এরা এমনিতে খুব অস্থির, কিন্তু ভ্রমণে এরা শান্তি খোঁজে।

Advertisement

মকর (ডিসেম্বর ২২-জানুয়ারি ১৯)- মকরের জাতক/জাতিকারা ভ্রমণে ভালবাসে। এরা ভ্রমণের ব্যাপারে যাদের ভাল অভিজ্ঞতা ও জ্ঞান আছে, তাদের সাহায্য নিয়ে থাকে। এরা ভ্রমণে সস্তা কোনও হোটেল চায় না। ভাল লোক বা ভাল সংস্থা যেখানে নিয়ে যাবে এরা সেখানেই যাবে, নিজেদের এই ব্যাপারে কোনও পছন্দ নেই। তবে এরা ভ্রমণের জায়গা প্রতি বছর পরিবর্তন করে। এরা কোথায় বেড়াতে গেলে সস্তা কোনও দোকানে কেনাকাটা করে না।

আরও পড়ুন: আপনি কী ধরনের ভ্রমণ পছন্দ করেন, বলে দেবে আপনার রাশি (প্রথম পর্ব)

কুম্ভ (জানুয়ারি ২০-ফ্রেব্রুয়ারি ১৮)- এরা সব স্থানে ভ্রমণে আগ্রহী। তবে এরা প্রবল ভাবে প্রকৃতি প্রেমী। এরা জল, পাহাড়, প্রাচীন রাজপ্রাসাদ, ইত্যাদি জায়গায় যেতে পছন্দ করে।

মীন (ফ্রেব্রুয়ারি ১৯-জানুয়ারি ২০)- এরা মনের দিক থেকে অতীতচারী। তাই এরা শারীরিক ভ্রমণের চেয়ে মনের আয়নায় অনেক বেশি ভ্রমণ করে থাকে। তবে এরা ভ্রমণে সব থেকে বেশি রোমান্টিক। এরা ভ্রমণের সময় খুব দামি হোটেলে থাকে না, মোটামুটি চলন সই পরিষ্কার পরিচ্ছন্ন একটা থাকার জায়গা পেলেই খুশি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement