লগ্ন কালসর্প যোগ কী এবং তার ফলাফল (দ্বিতীয় পর্ব)

নেওয়া যাক লগ্ন কালসর্প যোগের প্রভাবে জাতক/জাতিকার উপর কী রূপ প্রভাব পড়ে

Advertisement

পার্থপ্রতিম আচার্য

শেষ আপডেট: ০৪ জানুয়ারি ২০১৯ ০০:০০
Share:

তুলা লগ্ন কালসর্প যোগ-

Advertisement

যখন জাতক-জাতিকার কোষ্ঠীর একদিকে তুলা লগ্ন থাকে এবং অন্য দিকে রাহু-কেতুর পাশে অন্য সব গ্রহ থাকে তখন জাতকের তুলা লগ্ন কালসর্প যোগ হয়। এই যোগের প্রধান বৈশিষ্ট্য হল, জাতকের সব সুখ নষ্ট করে দেয়। এই যোগের জাতক-জাতিকার সব কিছু থাকার পরেও কপালে সুখ জোটে না। আজীবন এই জাতক ন্যায় এবং সুখের খোঁজে ঘুরে বেড়ায়। যে জিনিসে সে সুখ পায় সেই জিনিস তার কাছ থেকে ছিনিয়ে নেওয়া হয়। এদের খুব উদাসিন জীবন কাটাতে হয়।

বৃশ্চিক লগ্ন কালসর্প যোগ-

Advertisement

যখন কোনও জাতক-জাতিকার কোষ্ঠীর একদিকে বৃশ্চিক লগ্ন থাকে এবং অন্য দিকে রাহু-কেতু এবং অন্য সব গ্রহ থাকে, তখন জাতকের বৃশ্চিক লগ্ন কালসর্প যোগ হয়। এই যোগের জাতক-জাতিকার বড় দুঃসহ জীবন কাটাতে হয়। এই জাতকদের চেহারা দেখতে সুন্দর কিন্তু এদের শারীরিক গঠন সুন্দর নয়। মনে হয় শরীর পূর্ণরূপে বিকশিত হয়নি। সর্বদা নঞর্থক বিচার করে। সব ঘটনার ভয় এবং শঙ্কা খোঁজে। সমস্ত জীবন ভয়ের মধ্যে কাটিয়ে দেয়। এদের বেশি লেখাপড়া হয় না। যদি লেখাপড়া শেখে, তা হলেও তা জীবনে ঠিকমতো কাজে লাগাতে পারে না।

ধনু লগ্ন কালসর্প যোগ-

যখন জাতক-জাতিকার কোষ্ঠীর একদিকে ধনু লগ্ন থাকে এবং অপর দিকে রাহু-কেতুর পাশে অন্য গ্রহ থাকে, তখন জাতকের ধনু লগ্ন কালসর্প যোগ হয়। পূর্ণ কালসর্পের সমস্ত দোষ পাওয়ায় ধনু লগ্ন কালসর্প যোগের জাতক-জাতিকার মন সংসারে থাকে না। এই জাতক ধর্মের নামে ঘুরে বেড়ায়। কখনও কখনও এই জাতক ঘর-সংসারও ছেড়ে চলে যায়। যদি সংসার করে তা হলে পত্নীর প্রতি উদাসিন থাকে। এই জাতক-জাতিকা অল্পে সন্তুষ্ট হওয়ার জন্য পরিবারের লোকেদের যথেষ্ট কষ্টের মুখোমুখি হতে হয়।

মকর লগ্ন কালসর্প যোগ-

যখন জাতক-জাতিকার কোষ্ঠীর এক দিকে মকর লগ্ন থাকে এবং অপর দিকে রাহু কেতুর পাশে অন্য সব গ্রহ থাকে তখন জাতকের মকরলগ্ন কালসর্প যোগ হয়। এই যোগের জাতকের ব্যবহার অত্যন্ত রুক্ষ হয়। সম্পূর্ণ জীবন মিথ্যা দম্ভ এবং অহঙ্কারে কাটায়। অপরকে অপমান করে এই জাতক খুব আনন্দ পায়। নিজে অত্যন্ত কষ্টকর জীবন যাপন করেও সর্বদা অপরের অনিষ্ট চায়। এদের আর্থিক উন্নতি হয় না। এরা সাধারণত খুব মিথ্যা কথা বলে। এরা পরিবার এবং বন্ধুদের কাছে প্রিয় হয় না। তর্কের দ‌্বারা সমস্ত বিষয়ের সমাধান করতে চায়। জীবনের শেষের দিকে এরা বাত এবং ব্যথায় কষ্ট পায়।

আরও পড়ুন: লগ্ন কালসর্প যোগ কী এবং তার ফলাফল (প্রথম পর্ব)

কুম্ভ লগ্ন কালসর্প যোগ-

যে সকল জাতক-জাতিকার কোষ্ঠীতে এক দিকে কুম্ভ লগ্ন থাকে এবং অপর দিকে রাহু-কেতুর পাশে বাকি সব গ্রহ থাকে, তখন কুম্ভ লগ্ন কালসর্প যোগ হয়। এই যোগের জাতক-জাতিকার জীবন পারিবারিক দিক দিয়ে যথেষ্ট কষ্টদায়ক হয়। যদি জাতক পুরুষ হয়, তা হলে দু’টি বিবাহ-যোগ দেখা যায়। যদি জাতিকা বা নারী হয়, তা হলে তাকে বেকার স্বামীর সঙ্গে জীবন কাটাতে হয়। ঘরে সর্বদা দারিদ্রতা থাকে। লোকের বিশ্বাস তার থেকে চলে যায়। এই যোগের জাতক-জাতিকার সারা জীবনই অগোছালো থাকে এবং মানসিক যন্ত্রণার মধ্যে কাটে। সঠিক এবং উপযুক্ত পাত্র বা পাত্রীর সঙ্গে বিবাহ হয় না। এরা সন্তান দ্বারা সুখ পায় না।

মীন লগ্ন কালসর্প যোগ-

যে সকল জাতক-জাতিকার কোষ্ঠীতে এক দিকে মীন লগ্ন এবং অপর দিকে রাহু-কেতুর পাশে অন্য সব গ্রহ থাকে, তখন মীন লগ্ন কালসর্প যোগ হয়। এই যোগের জাতক-জাতিকাকে দ্বিচারী জীবন যাপন করতে হয়। এই জাতক কূটবুদ্ধিসম্পন্ন, ক্রোধী স্বভাবের হয়। কিন্তু এরা নিজেকে প্রচণ্ড সাবধানী এবং বুদ্ধিমান মনে করে। এই জাতক পরিবারের প্রত্যেক সাফল্যের পিছনে তার হাত আছে এই ভুল ধারণা করে। অথচ জাতক স্বয়ং অন্যের সাফল্যে বাধা হয়ে থাকে। এই জাতক-জাতিকারা কিছুটা পাগলাটে স্বভাবের হয়। পুরুষ অপেক্ষা মহিলাদের ওপর এই গ্রহের কুপ্রভাব বেশি লক্ষ্য করা যায়। এদের কন্যা সন্তান বেশি হয়। সাধারণ চাকরি দিয়ে জীবন শুরু হয়। কিন্তু ৪০ বছর বয়সের পরে এদের নিজস্ব ব্যবসা হয়। অথচ ৪৫-৫০ এর মধ্যে এরা বেকার হয়ে যায়। যদি প্রথম জীবনে অর্থ সঞ্চয় করে থাকে তা হলে খুবই ভাল হয়। না হলে খুবই দুর্দিনের সম্মুখীন হতে হয়।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন