Astrological Tips

নারীর কোন অঙ্গে তিল থাকা অশুভ? কী জানাচ্ছে জ্যোতিষশাস্ত্র?

নারী কিংবা পুরুষের শরীরে তিলের অবস্থান বিভিন্ন বিষয়ে ইঙ্গিত দান করে। তবে জ্যোতিষ মতে, নারীর শরীরে কিছু অঙ্গে তিলের অবস্থান অশুভ ফল দান করে।

Advertisement

সুপ্রিয় মিত্র

কলকাতা শেষ আপডেট: ২৮ জানুয়ারি ২০২৩ ২০:৪৬
Share:

মেয়েদের শরীরের কিছু অঙ্গে তিল থাকলে তা অশুভ হতে পারে। ছবি: সংগৃহীত।

হস্তরেখার বিচারে বিভিন্ন চিহ্ন আমাদের জীবনে নানা বিষয় ইঙ্গিত দান করে। তেমনই নারী কিংবা পুরুষের শরীরে তিল এবং আঁচিলেরও গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। তিল কালো, গোলাপি বা লাল রঙের হতে পারে। তিলের আকৃতিও ছোট-বড় বিভিন্ন রকমের হয়। শরীরে আঁচিল বা তিল জন্মগত হতে পারে বা কিছু দিনের জন্য স্পষ্ট হয়ে আবার মিলিয়ে যেতে পারে। তবে জ্যোতিষশাস্ত্র মতে নারী এবং পুরুষের ক্ষেত্রে বিভিন্ন অঙ্গে তিল বা আঁচিলের অবস্থান ভিন্ন ভিন্ন ইঙ্গিত দান করে।

Advertisement

জেনে নিন নারীদের কোথায় তিল বা আঁচিল থাক অশুভ

কোনও নারীর দক্ষিণ বক্ষস্থলে তিল থাকলে তিনি কলঙ্কিনী হন।

Advertisement

নারীর বাঁ কাঁধে তিল থাকলে তিনি হতভাগিনী হন।

নারীর মধ্য উদরে তিল থাকা অশুভ। এর ফলে নেশার প্রতি আসক্তি এবং বিভিন্ন অশুভ কর্মের প্রতি আসক্তির বাড়তে পারে।

বক্ষস্থলে কালো তিল থাকলে তাঁর অপঘাতে মৃত্যুর আশঙ্কা রয়েছে।

নারীর বাম পৃষ্ঠে কালো তিল থাকলে তিনি মন্দ স্বভাবের হন।

নিম্ন বাম পৃষ্ঠে তিল থাকলে সেই নারী কুলক্ষণা হন।

নারীর বাম উদরে কালো তিল তাঁর পরিবারে দারিদ্র ডেকে আনতে পারে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন