Snake Astrology

খবরদার! বাড়িতে সাপ এলে ভুলেও আঘাত করবেন না, নানা রঙের সাপ ভিন্ন ইঙ্গিত বহন করে, জানালেন জ্যোতিষী

কোনও পরিস্থিতিতেই সাপকে মেরে ফেলা উচিত নয়। এতে ভগবান অসন্তুষ্ট হন, শাপও দেন। সাপেরা বাড়িতে নানা ইঙ্গিত বয়ে আনে।

Advertisement

বাক্‌সিদ্ধা গার্গী

শেষ আপডেট: ১৯ জুলাই ২০২৫ ১৪:২৩
Share:

—প্রতীকী ছবি।

অনেকের বাড়িতেই মাঝেমধ্যে সাপ ঢুকে পড়ে। সাপ দেখলে বেশির ভাগ মানুষ ভয়ই পান। বর্ষাকালে ঘরে সাপ ঢোকার উৎপাত বেশি দেখা গেলেও, অন্যান্য সময়ও এদের বাড়িতে অনধিকার প্রবেশ করতে দেখা যায়। বেশির ভাগ মানুষই এই অনাগত অতিথি বাড়িতে এল তাড়িয়ে দেন। অনেকে আবার ভয়ে দিশাহারা হয়ে মেরেও ফেলেন। কিন্তু এই কাজ করা উচিত নয়। কোনও পরিস্থিতিতেই সাপকে মেরে ফেলা উচিত নয়। এতে ভগবান অসন্তুষ্ট হন, শাপও দেন। সাপেরা বাড়িতে নানা ইঙ্গিত বয়ে আনে। সেই ইঙ্গিত যে সর্বদা অশুভই হবে এমন কোনও কারণ নেই। জেনে নিন বাড়িতে কোন রঙের সাপ আসার অর্থ কী।

Advertisement

বাড়িতে কোন রঙের সাপ আসলে কী হয়?

কালো সাপ: কালো সাপ বাড়িতে বয়ে আনে শুভ ইঙ্গিত। এর অর্থ হল বাড়ির কোনও সদস্যের জীবনে সাফল্য প্রাপ্তি হতে পারে। হঠাৎ অর্থলাভের ইঙ্গিতও বোঝায় কালো সাপের আগমন। বাস্তুতে কালো সাপের প্রবেশ সন্তানলাভের লক্ষণও হতে পারে।

Advertisement

সাদা সাপ: সাদা সাপ বাড়িতে প্রবেশ করলে বুঝতে হবে ভাগ্যের উত্থান হতে চলেছে। সাদা সাপ সচরাচর দেখা যায় না। তাই এই সাপ যদি আপনার বাড়িতে আসে তা হলে নির্দ্বিধায় ধরে নেবেন যে ভাল কিছুই ঘটতে চলেছে। বাড়িতে ধনসম্পদ ও সমৃদ্ধি বহন করে আনে এই সাপ।

হলুদ সাপ: বাড়িতে হলুদ সাপ আসার অর্থও শুভ। এর মানে জীবন থেকে যে কোনও প্রকার বাধা কেটে যাবে। আটকে থাকা কাজও মিটে যাবে। সাফল্যের পথ প্রশস্ত হবে।

সবুজ সাপ: সবুজ সাপ বাড়িতে খুশির সময় বহন করে আনে বলে বিশ্বাস করা হয়। এই সাপ বাড়িতে আসলে বুঝতে হবে সংসারের সকল ঝামেলা মিটে যাবে। সুখের সময় শুরু হবে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement