Lucky Pets

বাড়ির ভোল বদলাবে, দুষ্টশক্তি নাশ হবে, পাঁচ প্রাণীর একটিকেও বাড়িতে রাখলে ঘটবে ‘বিস্ময়’! তালিকায় কারা?

বাড়িতে পোষ্য রাখার নানা ভাল দিক রয়েছে। জ্যোতিষশাস্ত্র বলছে, এমন কিছু প্রাণী আছে যা আপনার জন্য ভাগ্যের পথ খুলে দেবে এবং সম্পদ, মহিমা এবং সমৃদ্ধিও বয়ে আনবে।

Advertisement

বাক্‌সিদ্ধা গার্গী

শেষ আপডেট: ১৮ জুলাই ২০২৫ ১৫:১০
Share:

—প্রতীকী ছবি।

বহু মানুষই পশুপাখি খুব পছন্দ করেন। বাড়িতে পোষ্য রাখতেও ভালবাসেন অনেকেই। বাড়িতে পোষ্য রাখলে মন যেমন ভাল থাকে, তেমনই বাড়িতে একটা পজ়িটিভ পরিবেশ সৃষ্টি হয়। শাস্ত্রমতে, বাড়িতে পোষ্য রাখার নানা গুণাগুণ রয়েছে। কয়েকটি প্রাণীকে বাড়িতে রাখার ফলে বাস্তুর কল্যাণ হয়। তেমনই কিছু প্রাণীকে বাড়িতে রাখা শুভ নয়। এতে বাস্তুর অমঙ্গল হয়। জ্যোতিষশাস্ত্র বলছে, এমন কিছু প্রাণী আছে যা আপনার জন্য ভাগ্যের পথ খুলে দেবে এবং সম্পদ, মহিমা, সমৃদ্ধিও বয়ে আনবে। জেনে নিন কোন কোন প্রাণী বাড়িতে রাখা শুভ।

Advertisement

বাড়িতে কী কী পোষ্য রাখা ভাল?

কুকুর: যে বাড়িতে কুকুর থাকে, সে বাড়িতে নেগেটিভ শক্তি সহজে প্রবেশ করতে পারে না বলে বিশ্বাস করা হয়। বাড়িতে কুকুর পুষলে অর্থসঙ্কটও দূর হয়। সারমেয়রা মালিকের সকল কষ্ট নিজেদের দিকে টেনে নেয় বলে মনে করা হয়। বাড়ির পোষ্য কুকুরকে অন্যান্য খাবারের সঙ্গে প্রতি দিন একটা করে রুটি অবশ্যই খাওয়ানো উচিত।

Advertisement

বিড়াল: বাড়িতে বিড়াল রাখাও অত্যন্ত শুভ। বিড়ালকে মা ষষ্ঠীর বাহন মনে করা হয় তাই বিড়াল পোষার ফলে মা ষষ্ঠীর বিশেষ আশীর্বাদ লাভ করা যায়। বিড়াল পোষার ফলে বাড়ির সদস্যদের শরীর-স্বাস্থ্য ভাল থাকে, বিশেষ করে বাড়ির মহিলাদের স্বাস্থ্যের উন্নতি সাধন হয়। জন্মছকে বৃহস্পতি দুর্বল থাকলে বিড়াল পোষার ফলে সেটির কুপ্রভাব থেকে অনেকটা রেহাই পাওয়া যায়। বৃহস্পতির অবস্থানও উন্নত হয়।

মাছ: মাছ হল ভগবান বিষ্ণুর অবতার। শাস্ত্রমতে, বাড়িতে মাছ রাখা অত্যন্ত শুভ। এতে বাড়ির পজ়িটিভ শক্তির পরিমাণ বৃদ্ধি পায়। সমৃদ্ধি লাভের পথ প্রশস্ত হয়। অর্থসমস্যা দূর করে জীবনে সুদিন আনতে সাহায্য করে মাছ। বিশেষ করে, বাড়ির অ্যাকোরিয়ামে সোনালি ও কালো রঙের মাছ রাখলে খুব ভাল ফল লাভ হয় বলে মনে করা হয়।

খরগোশ: অনেকেই বাড়িতে খরগোশ পোষেন। বাড়িতে খরগোশ পোষার ফলে সুখ-সমৃদ্ধি বৃদ্ধি পায়। বাড়ির শিশুদের উপর ধেয়ে আসা কুনজরকে দূর করতে সাহায্য করে খরগোশ। এর প্রভাবে বাস্তুর নেগেটিভ শক্তির পরিমাণ হ্রাসপ্রাপ্ত হয় ও পজ়িটিভ শক্তির পরিমাণ বৃদ্ধি পায়।

কচ্ছপ: আমাদের মধ্যে সে ভাবে কচ্ছপ পোষার চল নেই। কিন্তু বাড়িতে কচ্ছপ রাখার নানা ভাল দিক রয়েছে। কচ্ছপ পোষার ফলে সাফল্যের পথে আসা সকল বাধা কেটে যায় এবং সফলতা প্রাপ্তির পথ সুপ্রশস্ত হয়। শাস্ত্রমতে, কচ্ছপ হল সৌভাগ্যের প্রতীক। তাই বাড়িতে কচ্ছপ পুষলে সৌভাগ্য কখনও সঙ্গ ছাড়ে না বলে বিশ্বাস করা হয়।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement