—প্রতীকী ছবি।
মানুষ সমাজবদ্ধ প্রাণী। বেশির ভাগ মানুষই তাই সকলের সঙ্গে মিলেমিশে থাকতে ভালবাসেন, অন্যের আনন্দে আনন্দ পান। কাছের মানুষেরা যদি কষ্টে থাকে তা হলে তাঁদের কষ্ট দূর করার জন্য প্রায় সকল মানুষই অনেক কিছু করে থাকেন। কাছের মানুষদের ভালবাসতে, ভাল রাখতে প্রায় প্রত্যেকেই চান। কিন্তু রাশিচক্রের তিন রাশির ব্যক্তিরা কাছের মানুষদের ভাল রাখার ব্যাপারে অন্যদের থেকে একটু বেশিই চেষ্টা করেন। নিঃস্বার্থ ভালবাসা কাকে বলে সেটা এই রাশির মানুষদের থেকেই শেখা উচিত। কিন্তু বদলে তাঁরা প্রায় কিছুই পান না। উপরন্তু মানুষ তাঁদের ভুলই বোঝেন। তবে এতে তাঁদের কিছু এসে-যায় না, এই তিন রাশির ব্যক্তিরা তাঁদের দান করার স্বভাব থেকে পিছপা হন না। জেনে নিন তাঁরা কারা।
কোন তিন রাশির জাতক-জাতিকারা কাছের মানুষদের ভাল রাখার জন্য সব কিছু করতে পারেন?
বৃশ্চিক: বৃশ্চিক রাশির জাতক-জাতিকারা তাঁদের ভালবাসার মানুষদের জন্য অনেক কিছু করে থাকেন। তাঁদের মুখে হাসি ফোটানোর জন্য এই রাশির ব্যক্তিরা প্রাণপণে চেষ্টা করেন। কিন্তু বদলে যোগ্য সম্মান তো পানই না, উপরন্তু অবহেলার শিকার হতে হয়।
মকর: কাছের মানুষের দুঃখ মকর রাশির ব্যক্তিরা মোটে সহ্য করতে পারেন না। যে কোনও মানুষের অসময়ে পাশে দাঁড়াতে ছুটে যান মকরেরা। কিন্তু নিজেদের দরকারের সময় কাউকে পাশে পান না। মানুষের জন্য অনেক করেও এঁদেরকে বদনামের ভাগিদার হয়ে হয়।
মীন: মীন রাশির জাতক-জাতিকারা মনের দিক দিয়ে খুব ভাল হন। যে কোনও মানুষের আপদে-বিপদে এঁরা তাঁদের সর্বস্ব দিয়ে সাহায্য করেন। কাছের মানুষদের ভাল রাখার জন্য মীন রাশির ব্যক্তিরা কোনও কিছু করাই বাদ রাখেন না। কিন্তু এ সবের পরিবর্তে তাঁরা উপযুক্ত সম্মান বা কৃতজ্ঞতা, কোনওটাই পান না। উপরন্তু আশপাশের মানুষেরা এঁদের ভুলই বোঝেন।