Dreams Involving Kissing

প্রায়ই ঘুমের মধ্যে প্রাক্তনের ঠোঁটে ঠোঁট ছোঁয়ানোর স্বপ্ন দেখেন? এর অর্থ কী জানেন? খোঁজ দিলেন জ্যোতিষী

সকল স্বপ্নেরই কিছু না কিছু অর্থ রয়েছে। সেই অর্থ বার করতে আমাদের সাহায্য করতে পারে জ্যোতিষশাস্ত্র।

Advertisement

বাক্‌সিদ্ধা গার্গী

শেষ আপডেট: ১৮ জুলাই ২০২৫ ১১:১৮
Share:

—প্রতীকী ছবি।

আমরা ঘুমের মধ্যে এমন অনেক স্বপ্ন দেখি যার সঙ্গে আমাদের বাস্তব জীবনের কোনও মিল থাকে না। সে সকল স্বপ্নের কথা পড়ে মনে পড়লে হাসিও পায়। কোনও কোনও স্বপ্ন হয় মজার, কোনও কোনও স্বপ্ন আবার মনে চিন্তা ধরায়। আমাদের সাধারণ মস্তিষ্ক দিয়ে সে সকল স্বপ্নের গভীরে কী রয়েছে তা বোঝার সাধ্যিও নেই। কিন্তু শাস্ত্রমতে, সকল স্বপ্নেরই কিছু না কিছু অর্থ রয়েছে। সেই অর্থ বার করতে আমাদের সাহায্য করতে পারে জ্যোতিষশাস্ত্র।

Advertisement

স্বপ্নে কাউকে চুমু খেতে দেখার অর্থ কী?

প্রাক্তনকে চুমু খাওয়া: স্বপ্নে প্রাক্তনকে চুমু খেতে দেখলে বুঝতে হবে সেই সম্পর্কের কিছু মধুর স্মৃতি এখনও আপনার মনে রয়ে গিয়েছে। আপনি কোথাও না কোথাও গিয়ে এখনও সেই জাতক বা জাতিকার অভাব বোধ করেন। কিন্তু এর মানে এটা নয় যে আপনি এখনও সেই মানুষটিকেই ভালবাসেন। কেবল আপনার স্মৃতির কোনায় এখনও সেই মানুষটি রয়ে গিয়েছে।

Advertisement

ভালবাসার মানুষকে চুমু খাওয়া: ভালবাসার মানুষটিকে স্বপ্নে চুমু থেকে দেখলে বুঝবেন আপনাদের সম্পর্কের গভীরতা আরও বৃদ্ধি পাবে। অতি শীঘ্রই আপনাদের দু’জনের জীবনে কোনও সুখের খবর আসতে পারে।

মা-বাবাকে চুমু খাওয়া: মা-বাবাকে চুমু খাওয়ার স্বপ্ন উদ্ভট লাগলেও, আদতে সেই স্বপ্নেরও অর্থ রয়েছে। এই স্বপ্ন দেখলে নিজেকে ভাগ্যবান মনে করবেন। এর অর্থ আপনার জীবনে সুসময় আসতে চলেছে। এই স্বপ্নটি আপনার বাবা-মায়ের প্রতি ভালবাসার প্রতিফলনও হতে পারে।

অপরিচিত ব্যক্তিকে চুমু খাওয়া: স্বপ্নে কোনও অপরিচিত ব্যক্তিকে চুমু খেতে দেখলে বুঝবেন জীবনে নতুন কিছু ঘটতে চলেছে। আপনি কোনও নব অভিজ্ঞতার সম্মুখীন হবেন। সেই অভিজ্ঞতা ভালও হতে পারে, আবার খারাপও হতে পারে।

আত্মীয়কে চুমু খাওয়া: স্বপ্নে আত্মীয়কে চুমু থেকে দেখলে বুঝবেন উক্ত আত্মীয়ের সঙ্গে আপনার সম্পর্কের দৃঢ়তা বৃদ্ধি পেতে চলেছে। আপনারা একে অপরের খুব ভাল বন্ধু হয়ে উঠবেন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement