কারও সঙ্গে সদ্ভাব নেই, চট করে রেগে যাচ্ছেন? বাড়িতে এই সমস্যা নেই তো?

সূর্য আমাদের জীবনের নাম, যশ, খ্যাতি ও সুনাম যা কিছু রয়েছে তার কারক গ্রহ। বাবার সঙ্গে ব্যবহার কেমন থাকবে, তারও কারক গ্রহ সূর্য। সমাজে কোনও প্রতিপত্তি তৈরি হবে কিনা, তাও বলে দেবে জন্মকুণ্ডলীতে সূর্যের স্থান। সুতরাং সূর্য, অর্থাৎ

Advertisement

শ্রীমতী অপালা

শেষ আপডেট: ২৯ মে ২০১৯ ০১:০৫
Share:

সূর্য আমাদের জীবনের নাম, যশ, খ্যাতি ও সুনাম যা কিছু রয়েছে তার কারক গ্রহ। বাবার সঙ্গে ব্যবহার কেমন থাকবে, তারও কারক গ্রহ সূর্য। সমাজে কোনও প্রতিপত্তি তৈরি হবে কিনা, তাও বলে দেবে জন্মকুণ্ডলীতে সূর্যের স্থান। সুতরাং সূর্য, অর্থাৎ রবি গ্রহ যদি জন্মকুণ্ডলীতে শক্তিশালী ভাবে অবস্থান করে, তা হলে এই সকল ক্ষেত্রে ভাল ফল পাওয়া যায়। পূর্ব দিক আমাদের সূর্য দেবতার দিক। তাই বাড়ির এই দিক যদি কোনও ভাবে বাস্তুদোষ পীড়িত হয়, তা হলে সূর্য দুর্বল হয়ে পড়তে পারে।

Advertisement

কোন কোন বাস্তুদোষে সূর্য দুর্বল হয়:

• যদি বাড়িতে সকালের সূর্যের আলো পূর্ব দিক থেকে প্রবেশ করতে না পারে, যে কোনও ভাবে বাধা সৃষ্টি হয়, তা হলে বাস্তুদোষ হয় এবং সূর্য দুর্বল হয়।

Advertisement

• পূর্ব দিকে কোনও রকম নোংরা রাখা যাবে না বা বাড়ির স্টোররুম পূর্ব দিকে করা যাবে না।

• পূর্ব দিকের ঘর যেন কোনও ভাবে অন্ধকারাছন্ন না হয় সে দিকে বিশেষ নজর রাখতে হবে।

আরও পড়ুন: গ্রহরত্ন কাজ করে না কখন জানেন? (প্রথম পর্ব)

• পূর্ব দিকে জলাশয় যেন না থাকে। জল জাতীয় কোনও জিনিস পূর্ব দিকে রাখা যাবে না।

• পূর্ব দিকে যদি বাথরুম থাকে, তা হলেও সূর্য দুর্বল হওয়ার আশঙ্কা থেকে যায়।

• পূর্ব দিকের দেওয়াল কোনও ভাবেই হলুদ রঙের করা যাবে না।

• পূর্ব দিকে সিঁড়ি থাকলেও বাস্তুদোষ তৈরি হয়, যার ফলে সূর্য দুর্বল হয়।

• বাড়ির পশ্চিম দিকের তুলনায় যদি পূর্ব দিক নিচু হয়, তা হলেও বাস্তুদোষ সৃষ্টি হয়।

কোন লক্ষণ দেখে বোঝা যাবে বাড়িতে সূর্য দুর্বল অবস্থায় আছে:

• বাড়ির সকলে চোখের সমস্যায় ভুগবে এবং শারীরিক অসুস্থতা খুব বেশি পরিমাণে থাকবে।

• গৃহকর্তা চট করে রেগে যাবেন। অন্যান্য সদস্যরাও হঠাৎ হঠাৎ মাথা গরম করে ফেলবেন।

• সমাজে কারও সঙ্গে সদ্ভাব বজায় রাখতে পারবে না।

• বাবার সঙ্গে সন্তানদের সম্পর্ক খুব একটা ভাল থাকবে না।

• পূর্ব দিকে ঘরের দেওয়ালে হাল্কা ফাটল লক্ষ্য করা যাবে।

• সেই বাড়ির বাসিন্দারা যতই অন্যের উপকার করুন, সুনাম পাবেন না কখনও।

• বিদ্যার্থীরা পড়াশোনার প্রতি আলস্য প্রকাশ করবে ও সরকারি কাজে বাধা আসবে বার বার।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন