বিয়ের দিন নববধূকে লাল শাড়ি পরানো হয় কেন জানেন?

বিয়ের দিন নববধূকে বেশির ভাগ ক্ষেত্রেই দেখা যায় লাল শাড়িতে। এই রংটিকেই বিয়ের শাড়ির ক্ষেত্রে বেশি প্রাধান্য দেওয়া হয়। যুগ যুগ ধরেই এমনটা চলে আসছে। তবে অন্য রঙের শাড়ি যে বিয়েতে একেবারেই ব্যবহার হয় না তা নয়, তবে সংখ্যায় খুব কম।

Advertisement

শ্রীমতী অপালা

শেষ আপডেট: ২১ মে ২০২০ ০০:০৫
Share:

বিয়ের দিন নববধূকে বেশির ভাগ ক্ষেত্রেই দেখা যায় লাল শাড়িতে। এই রংটিকেই বিয়ের শাড়ির ক্ষেত্রে বেশি প্রাধান্য দেওয়া হয়। যুগ যুগ ধরেই এমনটা চলে আসছে। তবে অন্য রঙের শাড়ি যে বিয়েতে একেবারেই ব্যবহার হয় না তা নয়, তবে সংখ্যায় খুব কম।

Advertisement

কনে থেকে শুরু করে কনের বাড়ির লোকজনেরাও এই রংটিকেই প্রথম পছন্দের তালিকায় রাখেন। বিয়ের অন্য রীতিগুলিতে অন্য রঙের শাড়ি পরানো হয় কনেকে, কিন্তু বিয়ের পিঁড়িতে বসার সময় লাল শাড়ি যেন অপরিহার্য।

প্রথমেই বলা যায় যে লাল রঙের মধ্যে সকলের দৃষ্টি আকর্ষণ করার ক্ষমতা থাকে প্রবল। যেকোনও রঙের তুলনায় লাল রঙে একটু বেশি চমক থাকে।

Advertisement

আরও পড়ুন: বাড়িতে বাস্তু দোষ থাকলে কি সত্যিই বিবাহে বিলম্ব নিয়ে আসে

এ ছাড়া লাল রং শুভ রং এবং লাল রংকে বেশ কিছু জিনিসের প্রতীক হিসেবে মানা হয়। যেমন,

১) শক্তির প্রতীক— লাল রঙের মধ্যে একটা বিশেষ শক্তি অন্তর্নিহিত থাকে। লাল রং‌ আমাদের ইচ্ছাশক্তি বৃদ্ধিতেও সাহায্য করে।

২) ক্রোধ ও বিপ্লবের প্রতীক— আবার লাল রংকে আর এক দিকে ক্রোধ ও বিপ্লবের প্রতীক হিসেবেও মানা হয়।

৩) ভালবাসা ও যৌবনের প্রতীক— এছাড়া লাল রংকে ভালবাসা ও যৌবনের প্রতীক হিসেবেও মানা হয়। তাই যেকোনও শুভ কাজে লাল রং ব্যবহার করা হয়। যেহেতু বিয়ের সঙ্গে ভালবাসার সম্পর্কটা ওতপ্রোত ভাবে জড়িত রয়েছে, তাই বিয়ের কনেকে লাল শাড়ি পরানো হয়। এতে নববধূকে অত্যন্ত সুন্দরী ও মোহময়ী লাগে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন