Astrological Tips

সদর দরজার সামনে গণেশমূর্তি স্থাপন করেছেন? এর ফলে সংসারে কুপ্রভাব পড়তে পারে! বদলে কোথায় রাখবেন?

গণেশের আশীর্বাদে জীবন ধনসম্পদে ভরে ওঠে। তবুও তাঁর মূর্তি বা ছবি সদর দরজার সামনে বা উপরে রাখা উচিত নয়।

Advertisement

শ্রী জয়দেব

শেষ আপডেট: ১৪ মে ২০২৫ ১৬:৫৩
Share:

—প্রতীকী ছবি।

অনেকেই ঘরে প্রবেশের মুখে প্রভু গণেশের মূর্তি বা ছবি রাখেন। গণপতির আশীর্বাদ যাতে সর্বদা তাঁদের মাথার উপর থাকে সেই ভাবনাতেই তাঁরা এই কাজ করে থাকেন। কিন্তু বাস্তুশাস্ত্র মতে এই কাজটি করা উচিত নয় বলে জানানো হচ্ছে। গণেশ সৌভাগ্য ও সমৃদ্ধির প্রতীক। গণেশের আশীর্বাদে জীবন ধনসম্পদে ভরে ওঠে। তবুও তাঁর মূর্তি বা ছবি সদর দরজার সামনে বা উপরে রাখা উচিত নয়। এর নেপথ্যে কী কারণ রয়েছে এবং তাঁর ছবি বা বিগ্রহ কোথায় রাখা শুভ জেনে নিন।

Advertisement

গণেশের ছবি বা মূর্তি কেন সদর দরজার উপরে রাখা ঠিক নয়?

গণেশের ছবি বা মূর্তি সদর দরজার মুখে না রাখার কারণ জানা যায় একটি হিন্দু পৌরাণিক কাহিনি থেকে। কথিত আছে, মা পার্বতী গণেশকে সৃষ্টি করার পর তাঁকে দরজার সামনে পাহারায় থাকার দায়িত্ব দিয়ে স্নান করতে গিয়েছিলেন। মহাদেব-ঘরনি নির্দেশ দিয়ে গিয়েছিলেন যে, গণেশ যেন কাউকে ঘরে প্রবেশ করতে না দেন। সেই সময় মহাদেব আসেন এবং ঘরে প্রবেশ করতে চান। কিন্তু গণেশ তাঁকে বাধা দেন। এতে মহাদেব রেগে যান এবং গণেশের মাথা কেটে দেন। দেবী পার্বতী এই ঘটনা জানতে পারার পর ক্ষুদ্ধ হন এবং শেষমেশ হাতির মাথা দিয়ে গণেশের মাথা প্রতিস্থাপন করা হয়। এই কারণেই সদর দরজার সামনে গণেশের মূর্তি বা ছবি রাখা অশুভ বলে মনে করা হয়।

Advertisement

গণেশের মূর্তি বা ছবি কোথায় রাখা শুভ?

জ্যোতিষদেবদের মতে, ঠাকুরঘরই হল গণেশের ছবি বা মূর্তি রাখার আদর্শ স্থান। গণেশকে উত্তর, পূর্ব বা উত্তর-পূর্ব দিকে মুখ করে রাখা উচিত। এর ফলে ঘরে পজ়িটিভ শক্তির পরিমাণ বৃদ্ধি পায়।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement