হৃদয়রেখা থেকে রোগ-ব্যাধি এবং নানা বিচার

বিপরীত লিঙ্গের দিকে বিশেষ টান বা আকর্ষন।  হৃদয়রেখাতে সাধারন ডট্ বা বিন্দু বা কালো তিল — প্রেম ঘটিত বিষয়ে দুঃখ ও কষ্ট বা প্রতারিত বোঝায়।

Advertisement

শ্রীমতী অপালা

শেষ আপডেট: ১৭ মার্চ ২০১৮ ০০:০১
Share:

সুন্দর হৃদয় রেখা — স্নেহ, মমতাপূর্ণ, দায়িত্বজ্ঞানপুর্ন, ও প্রেমপূর্ণ লোক বোঝায়।

Advertisement

হৃদয়রেখার উপরদিকে শাখা নেই, কিন্তু কেবল নিচের দিকে শাখা —তা বোঝায় প্রেম ঘটিত ব্যাপারে ব্যর্থ হওয়া।

ভগ্ন হৃদয়রেখা— বিপরীত লিঙ্গের দিকে বিশেষ টান বা আকর্ষন। হৃদয়রেখাতে সাধারন ডট্ বা বিন্দু বা কালো তিল — প্রেম ঘটিত বিষয়ে দুঃখ ও কষ্ট বা প্রতারিত বোঝায়।

Advertisement

হৃদয়রেখাতে লম্বা লাল দাগ এপোপ্লেক্সি রোগ বোঝায়।

হৃদয়রেখাতে সমান্তরাল কয়েকটি ছোট সরু রেখা অকৃতকার্যতার পরিচয় দেবে।

অস্পষ্ট অথচ কাটাকাটি হৃদয়রেখা অবিশ্বাসী লোকের চিহ্ন বোঝায়।

হৃদয়রেখা না থাকলে অথবা খুব ছোট হলে বা তাতে কাটাকাটি বা যবচিহ্ন হলে হৃদপিণ্ডের রোগ বোঝায়।

লম্বা সুগঠিত হৃদয়রেখা বোঝায় সুস্থ দেহ এবং স্নেহ, প্রেম, প্রীতি প্রভৃতি সব কিছু।

খুব লাল রঙের হৃদয়রেখা বোঝায় জাতক প্রেমের ব্যাপারে খুব বেপরোয়া হবে।

খুব স্পষ্ট ও গভীর হৃদয়রেখা কিন্তু তার ছোট ছোট কয়েকটি শাখা বোঝায় টনসিল জাতীয় রোগ।

হাতে সাদা হৃদয়রেখা হৃদপিণ্ডের দুর্বলতা অথবা পরে ব্যাধি বোঝায়।

হৃদয়রেখা খুব সরু কিন্তু লম্বা হলে ও বৃদ্ধাঙ্গুস্ঠ শক্ত ও মোটা হলে তা অত্যাচারির হাত।

শিকলযুক্ত হৃদয়রেখা প্রেম ভালবাসার নানারকম বিঘ্ন করে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন