—প্রতীকী ছবি।
২০ অক্টোবর ২০২৫, সোমবার দীপাবলি। এটি অত্যন্ত শুভ একটি দিন। এই দিন লক্ষ্মী-গণেশের পুজো করা হয় এবং সংসারে সমৃদ্ধি কামনা করা হয়। এই বছর দীপাবলির দিন প্রায় সমস্ত রাশির জাতক-জাতিকারাই যদি প্রদীপ জ্বালেন তা হলে তাঁদের জন্মছকে শুভ প্রভাব পড়তে পারে বলে মনে করা হচ্ছে। এ ছাড়া জ্যোতিষশাস্ত্র মতে কয়েকটি রাশির আর্থিক উন্নতি ছাড়াও প্রায় সব দিকে উন্নতির যোগ দেখা যাচ্ছে। এরা দীপাবলির সময় যে কোনও কর্মে খুবই উন্নতি করতে পারবে এবং সব দিকে সফলতা অর্জন করতে পারবে। এমনকি এরা হঠাৎ অর্থ পেতে পারে বা লটারিতেও পুরস্কার জিততে পারে।
দেখে নেব কোন কোন রাশির জাতক-জাতিকারা এই সময় লটারি পেতে পারেন:
তুলা: তুলা রাশির জাতক-জাতিকাদের দীপাবলির সময়টা খুবই ভাল কাটতে চলেছে। হঠাৎ করে অর্থপ্রাপ্তি হতে পারে। মন চাইলে এই সময় লটারি কেটে দেখতে পারেন। দারুণ কিছু পেয়ে যেতে পারেন। এ ছাড়া যে কোনও কাজে সফলতা পাওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। পদোন্নতির যোগ রয়েছে। সাংসারিক সুখ লাভ হবে। মানসিক স্বাস্থ্যেরও উন্নতি দেখতে পাবেন এই সময়।
ধনু: দীপাবলির সময় ধনু রাশির জাতক-জাতিকাদের প্রচুর আয় দেখা যাচ্ছে। সব ক্ষেত্রেই উন্নতির সম্ভাবনা দেখা যাচ্ছে। চাকরি হোক বা ব্যবসা, সব দিকেই লাভবান হবেন। পুরনো ইচ্ছা পূরণ হতে পারে। লটারিতেও টাকা জেতার সম্ভাবনা রয়েছে। দীপাবলির দিন মন চাইলেই লটারি কেটে ভাগ্য যাচাই করে নিতে পারেন।
মকর: মকর রাশির জাতক-জাতিকাদের দীপাবলির সময় খুবই শুভ যোগ সৃষ্টি হবে। পারিবারিক শান্তি বজায় থাকবে। চাকরি এবং ব্যবসায় উন্নতি রয়েছে। লটারি কেটে দেখতে পারেন। আর্থিক উন্নতি বেশ ভালই রয়েছে। এই সুযোগ হাতছাড়া করা উচিত হবে না। লটারি কাটলে কিছু না কিছু প্রাপ্তি হবেই বলে মনে করা হচ্ছে।
(লটারি কেনা ব্যক্তিগত বিষয়। এতে আর্থিক ক্ষতির আশঙ্কা রয়েছে। আনন্দবাজার ডট কম কাউকে লটারি কেনার বিষয়ে উৎসাহ প্রদান করে না।)