Haryana Accident

ঘন কুয়াশায় নিয়ন্ত্রণ হারিয়ে সেতু থেকে ভাকরা খালে পড়ল যাত্রীবোঝাই বাস, হরিয়ানায় নিখোঁজ ১০

জানা গিয়েছে, ছোট বাসে করে ১২ জনের একটি দল পঞ্জাবে একটি অনুষ্ঠানে যোগ দিতে গিয়েছিল। সেই অনুষ্ঠান থেকে শুক্রবার রাতে ফিরছিলেন তাঁরা।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ০১ ফেব্রুয়ারি ২০২৫ ১১:৫৮
Share:

হরিয়ানায় বাস দুর্ঘটনায় ১০ জনের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে। এক কিশোর এবং প্রৌঢ়ের দেহ উদ্ধার করা হয়েছে। বাকিদের খোঁজে তল্লাশি চলছে। ঘন কুয়াশার জেরে বাসটি ভাকরা খালের উপর সেতু থেকে জলে পড়ে যায়। শুক্রবার রাতে ঘটনাটি ঘটেছে সর্দারেওয়ালা গ্রামের কাছে।

Advertisement

জানা গিয়েছে, ছোট বাসে করে ১২ জনের একটি দল পঞ্জাবে একটি অনুষ্ঠানে যোগ দিতে গিয়েছিল। সেই অনুষ্ঠান থেকে শুক্রবার রাতে ফিরছিল তারা। সর্দারেওয়ালা গ্রামের কাছে ভাকরা খালের সেতু পার হওয়ার সময় চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। তার পরই সেটি সেতুর রেলিং ভেঙে খালের জলে গিয়ে পড়ে। বিপদ বুঝে আগেই গাড়ি থেকে লাফ মেরেছিলেন চালক জার্নেল সিংহ। ফলে তিনি বেঁচে গিয়েছেন।

১২ জনকে নিয়ে গাড়িটি খালের জলে ডুবে যায়। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, জলের মধ্যে ভারী কিছু পড়ার আওয়াজ শোনা যায়। তার পরই চিৎকার-চেঁচামেচি, কান্নাকাটি। আশপাশের লোকজন বেরিয়ে এসে দেখেন একটি বাস জলে তলিয়ে যাচ্ছে। সঙ্গে সঙ্গে পুলিশকে খবর দেন তাঁরা। পুলিশ ঘটনাস্থলে আসে। উদ্ধারকারী দলও নিয়ে আসা হয়। কিন্তু রাতভর তল্লাশি চালিয়ে দু’জনের দেহ উদ্ধার হয়েছে। বাকিদের খোঁজে তল্লাশি চলছে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement