Woman Lost Iphones in Kumbh

চুরির ভয়ে সামলে রেখেছিলেন ব্যাগ! শেষরক্ষা হল না, কুম্ভে গিয়ে দু’টি আইফোন খুইয়ে ক্ষুব্ধ মহিলা

ভিড়ের মধ্যে চুরি হয়ে যাওয়ার ভয়ে হাতের ব্যাগটিকে সামলে রেখেছিলেন তিনি। কিন্তু শেষরক্ষা হল না। সঙ্গমস্থলে পৌঁছেই দেখেন, হাতে থাকা সত্ত্বেও ব্যাগ কেটে ফোন এবং টাকা তুলে নিয়েছে চোর।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ০১ ফেব্রুয়ারি ২০২৫ ১১:০৪
Share:

কী ভাবে ব্যাগ কেটে ফোন তুলে নিয়েছে চোর, সেটিই দেখাচ্ছেন মহিলা। ছবি: সংগৃহীত।

দু’হাতে ব্যাগটা শক্ত করে ধরে রেখে সঙ্গমস্থলের দিকে যাচ্ছিলেন। পথে ভিড় ছিল যথেষ্ট। সেই ভিড় ঠেলেই এগিয়ে যাচ্ছিলেন মহিলা। তাঁর দাবি, হাতে থাকা ব্যাগে ছিল দু’টি আইফোন এবং আরও একটি ফোন। এ ছাড়াও কিছু টাকা ছিল। ভিড়ের মধ্যে চুরি হয়ে যাওয়ার ভয়ে হাতের ব্যাগটিকে সামলে রেখেছিলেন তিনি। কিন্তু শেষরক্ষা হল না। সঙ্গমস্থলে পৌঁছেই দেখেন, হাতে থাকা সত্ত্বেও ব্যাগ কেটে ফোন এবং টাকা তুলে নিয়েছে চোর।

Advertisement

কী সুচারু ভাবে ব্যাগটিকে কাটা হয়েছে, ছবি তুলে সেই কথাও উল্লেখ করেছেন মহিলা। এত সূক্ষ্ম হাতের কাজ যে, কখন ব্যাগ কেটে সমস্ত জিনিস তুলে নিয়েছে চোর, তা টেরই পাননি বলে দাবি তাঁর। দুই বন্ধুকে সঙ্গে নিয়ে প্রয়াগরাজে পুণ্যস্নানে গিয়েছিলেন মিনি ত্রিবেদী। যেখানে গাড়ি পার্ক করেছিলেন, সেই জায়গা থেকে সঙ্গমস্থল ছিল ১৫ কিলোমিটার দূরে। ফলে ওই জায়গা থেকে হাঁটা শুরু করেন সকলে। মৌনী অমাবস্যা উপলক্ষে অন্য দিনের তুলনায় পুণ্যার্থীদের ভিড় ছিল কয়েক গুণ বেশি। তাই এই ভিড়ের মধ্যে যাতে কোনও মূল্যবান জিনিস চুরি না হয়ে যায়, তাই হাতের ব্যাগটিকে খুব সতর্ক ভাবে রেখেছিলেন মিনি।

কিন্তু ভিড়ের মধ্যে কখন যে সব খোয়া গেল তা টের পাননি তিনি। ফোন, টাকা খুইয়ে ক্ষোভ উগরে দিয়েছেন তিনি। সঙ্গে কুম্ভে আসা পুণ্যার্থীদের উদ্দেশে সতর্কবার্তাও দিয়েছেন, পুণ্যস্নানে এলে মূল্যবান জিনিস যেন তাঁদের সঙ্গে না রাখেন। কুম্ভে গিয়ে কেউ জিনিস খোয়াচ্ছেন। কেউ স্বজন হারিয়ে ফেলছেন। আবার ছোটখাটো দুর্ঘটনাও ঘটছে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement