Cheating

অন্যের হয়ে পরীক্ষা দিতে গিয়ে ধরা পড়ল ১০ বছরের ছেলে!

তখন ওই নামের ব্যাপারটি সামনে আসে। ১০ বছরেরে বালকের এই বেপরোয়াভাবে অবাক হয়েছেন অনেকেই।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০৮ জানুয়ারি ২০১৯ ১৫:৫৩
Share:

অন্য ছাত্রের বদলে পরীক্ষাকেন্দ্রে ১০ বছরের ছাত্র। প্রতীকী ছবির অলঙ্করণ: তিয়াসা দাস।

পরীক্ষায় নকল করা আমাদের নতুন নয়, কিন্তু হরিয়ানার ১০ বছরের ছেলে যে কাজটি করল তাতে হতভম্ব পরীক্ষকরা। সৈনিক স্কুলে ভর্তি হওয়ার পরীক্ষায় আসল পরীক্ষার্থীর বদলে নিজের নাম লিখে দিল সে।

Advertisement

গত রবিবার ছিল সৈনিক স্কুলে ষষ্ঠ শ্রেণীতে ভর্তি হওয়ার সর্বভারতীয় পরীক্ষা। রেওয়ারির সেক্টর ১৮-এর গভর্মেন্ট গার্লস কলেজে চলছিল পরীক্ষা। সেখানে এক ছাত্রের হয়ে পরীক্ষা দিতে ঢুকেছিল ওই ১০ বছরের বালক। কিন্তু উত্তরপত্রে ওই যার হয়ে পরীক্ষা দিতে ঢুকেছিল তারনাম না লিখে নিজের নাম লিখে দেয়।

পরীক্ষা শুরু হওয়ার পর উপস্থিত পরীক্ষার্থীদের সঙ্গে তালিকায় থাকা ছাত্রর নাম না মিলতেই সন্দেহ হয় পরীক্ষাকেন্দ্রে কর্তব্যরত পরীক্ষকদের। তখন ওই নামের ব্যাপারটি সামনে আসে। ১০ বছরেরে বালকের এই বেপরোয়াভাবে অবাক হয়েছেন অনেকেই।

Advertisement

আরও পড়ুন: নাগরিকদের লাঠিপেটা করে তাড়াচ্ছেন ‘মোদী’! মুখোশ পরে ‘নাটকীয়’ প্রতিবাদ তৃণমূলের

ঘটনার সামনে আসার পর রেওয়ারির মডেল টাউন পুলিশ স্টেশনে এফআইএর দায়ের করা হয়। এই ঘটনায় ওই অভিযুক্ত বালকের স্কুলের প্রিন্সিপাল ও দুই জন শিক্ষককে গ্রেফতার করা হয়েছে। তাঁদের নাম ললিত ভাটিয়া, জয় প্রকাশ আলিয়া এবর মহা সিংহ। তাঁদের পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে। ওই অভিযুক্ত ছাত্রকে হিসারে এক জুভেনাইল হোমে রাখা হয়েছে। ঘটনার বিস্তারিত তদন্তের জন্য আসল ছাত্রের বাবা-মাকেও জিজ্ঞাসাবাদ করা হবে বলে জানানিয়েছে টাউন থানার এক অফিসার।

এই দেড় ঘণ্টার এই সর্বভারতীয় পরীক্ষায় মাল্টিপল চয়েস কোয়েশ্চন থাকে। অঙ্ক, সাধারণ জ্ঞান, ভাষা ও সাধারণ বুদ্ধিমত্তার প্রশ্ন থাকে সেখানে।

আরও পড়ুন: সুপ্রিম কোর্টে জোর ধাক্কা খেল কেন্দ্র, অলোক বর্মাকে ছুটিতে পাঠানোর নির্দেশ খারিজ

(দেশজোড়া ঘটনার বাছাই করা সেরাবাংলা খবরপেতে পড়ুন আমাদেরদেশবিভাগ।)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement