COVID Patient

জল-খাবার নেই, কামরূপে রাস্তায় নেমে এলেন শ’খানেক করোনা রোগী

কামরূপ জেলার চাঙ্গসারির ওই সেন্টারের কোভিড রোগীদের রাস্তায় বেরিয়ে আসার পর হইচই শুরু হয় ওই এলাকায়।

Advertisement

সংবাদ সংস্থা

গুয়াহাটি শেষ আপডেট: ১৭ জুলাই ২০২০ ১৪:১০
Share:

প্রতীকী ছবি- এপি।

অসমের কামরুপ জেলার কোভিড কেয়ার সেন্টারে ঠিক মতো খাবার, জল দেওয়া হচ্ছে না— এই অভিযোগ তুলে প্রায় ১০০ জন করোনা আক্রান্ত সেন্টার থেকে বেরিয়ে এসে জাতীয় সড়ক ৩১ অবরোধ করেন বৃহস্পতিবার। পরে অবশ্য প্রশাসনের আধিকারিকদের আশ্বাস পেয়ে অবরোধ তুলে সেন্টারে ফিরে যেতে রাজি হন ওই রোগীরা।

Advertisement

কামরূপ জেলার চাঙ্গসারির ওই সেন্টারের কোভিড রোগীদের রাস্তায় বেরিয়ে আসার পর হইচই শুরু হয় ওই এলাকায়। তার পর পুলিশ নিয়ে সেখানে গিয়েছিলেন কামরূপের ডেপুটি কমিশনার কৈলাশ কার্তিক। সেখানে গিয়ে তিনি অবরোধ তুলে নেওয়ার জন্য অনুরোধ জানান। পাশাপাশি তাঁদের অভিযোগ খতিয়ে দেখে অবিলম্বে ব্যবস্থা নেওয়া হবে বলে আশ্বাস দেন। এর পরই ফিরে যান রোগীরা।

রোগীদের অভিযোগ, কোভিড সেন্টারে তাঁদের ঠিক মতো পরিচর্যা করা হচ্ছিল না। জল এবং খাবারও ঠিক সময়ে পাওয়া যাচ্ছিল না। একটা ঘরেই ১০-১২ জনকে ঠাসাঠাসি করে রেখে দেওয়া হয়েছে। তাঁদের থাকতে দেওয়া বিছানার হালও খারাপ।

Advertisement

ঘটনা নিয়ে অসমের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা জানিয়েছেন, কোভিড কেয়ার সেন্টারের সুযোগ সুবিধায় যদি রোগীরা সন্তুষ্ট না হন, তা হলে তাঁরা হোম কোয়রান্টিনে থাকতে পারেন। করোনা আক্রান্তদের ব্যাপারে তিনি বলেছেন, ‘‘আমরা তাঁদের কোভিড কেয়ারে এনে রেখেছি, যাতে তাঁরা সুস্থ হয়ে ওঠেন ও অন্যদের মধ্যে সংক্রমণ না ছড়ায়। যদি এতে খুশি না হন, তাঁরা সই করে হোম কোয়রান্টিনে থাকতে পারেন।’’ প্রবল চাপের মধ্য কাজ করতে গিয়ে স্বাস্থ্যকর্মীদের পরিষেবা দিতে দেরি হয়ে থাকতে পারে বলেও সাফাই দিয়েছেন তিনি। রাজ্যের করোনা পরিষেবা নিয়ে তিনি বলেছেন, ‘‘অন্য রাজ্যের বাসিন্দাদের নিজের খরচে পরীক্ষা করাতে হচ্ছে। কিন্তু অসমে পরীক্ষা থেকে থাকা-খাওয়া, সব খরচই রাজ্য সরকার বহন করছে।’’

আরও পড়ুন: হাজার দুয়েক কোভিড আক্রান্তকে খুঁজেই পাচ্ছে না তেলঙ্গানা!

বিগত কয়েক দিনে আক্রান্তের সংখ্যা লাফিয়ে লাফিয়ে বেড়েছে অসমে। গত ২৪ ঘণ্টায় এক হাজার ৮৮ জন নতুন করে সংক্রমিত হয়েছেন। এ নিয়ে সে রাজ্যে মোট আক্রান্তের সংখ্যা হয়েছে ১৯ হাজার ৭৫৪ জন। এখনও অবধি ৪৮ জনের মৃত্যু হয়েছে সে রাজ্যে।

আরও পড়ুন: গত ২৪ ঘণ্টায় নতুন আক্রান্ত প্রায় ৩৫ হাজার, দেশে মৃত্যু ছাড়াল ২৫ হাজার

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন